জাতীয় অর্থনীতি স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে: ইরানের কেন্দ্রীয় ব্যাংক
  2019-09-01 17:54:26  cri
সেপ্টেম্বর ১: ইরানের সরকারি গণমাধ্যম-ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানায়, ইরানের অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে। গতকাল (শনিবার) ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ-কথা জানিয়েছে সংবাদ সংস্থা।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আবদলনেসার হেমমতি প্রতিবেদনে বলেন, গত কয়েক মাসে ইরানি মুদ্রা রিয়ালের বিনিময় হার বেড়েছে। তিনি বলেন, পরিসংখ্যান ভালো হলেও অর্থনীতির কিছু সমস্যা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বর্তমান উত্পাদন খাতে আর্থিক সম্পদের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত বছরের মে মাসে একতরফাভাবে পরমাণু ইস্যুতে ইরানের আন্তর্জাতিক সার্বিক চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর দেশটি ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার আওতায় ইরানের তেল আমদানি-রপ্তানি, ব্যাংকিং ও শিপিং খাত অন্তর্ভুক্ত হয়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040