কুয়াংতোং প্রদেশ পরিদর্শনে সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদারের নির্দেশনা দেন ওয়াং ছি শান
  2019-09-01 16:30:53  cri
সেপ্টেম্বর ১: চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান ২৯ অগাস্ট থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত কুয়াংতোং প্রদেশ পরিদর্শন করেছেন। তিনি গভীরভাবে সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা, ইতিহাস ও সংস্কৃতি দর্শনের চিন্তাভাবনা জোরদার করা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদারের নির্দেশনা দিয়েছেন।

তিনি পৃথক পৃথকভাবে চাওছিং ও কুয়াংচৌতে গিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সাংস্কৃতিক শিল্প উন্নয়ন পরিদর্শন করেছেন। তিনি চুশান বিশ্ববিদ্যালয়, কুয়াংচৌ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কুয়াংতোং প্রদেশের চীনা চিকিত্সা ও ঔষধ জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় পণ্ডিত ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেন, সংস্কৃতির সমৃদ্ধি হলো জাতীয় পুনরুদ্ধারের চাহিদা। নতুন যুগ সংস্কৃতি ও শিল্পে সমৃদ্ধ হওয়ার যুগ উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন ও সুরক্ষার সম্পর্ক ভালোভাবে মোকাবিলা করতে হবে এবং ঐতিহ্য ও আধুনিকায়ন যৌথভাবে উন্নত করতে হবে।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক আত্মবিশ্বাস হলো মৌলিক, ব্যাপক ও গভীর আত্মবিশ্বাস। ইতিহাস থেকে ভবিষ্যতের পথ অনুসরণ করে নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক আত্মবিশ্বাস ও উত্সাহ জোরদার করা উচিত বলে মনে করেন ওয়াং ছি শান।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040