কিছু মার্কিন রাজনৈতিকের তীব্র নিন্দা জানায় চীন
  2019-09-01 16:25:31  cri
সেপ্টেম্বর ১: স্থানীয় আইনানুসারে কিছু বিক্ষোভকারী গ্রেফতার করেছে হংকং পুলিশ। এতে মার্কিন সিনেটের সংখ্যালঘু পার্টির নেতা চার্লস সুমার, প্রতিনিধি পরিষদের সদস্য ম্যাক গোভার্ন এবং হোয়াইট হাউসের কর্মকর্তার সাম্প্রতিক কিছু বক্তব্য সম্পর্কে হংকংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হংকং বিশেষ প্রশাসনিক এলাকার বিশেষ দূত অফিসের মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট বক্তব্যে সাদাকে কালো হিসেবে দেখানো হয়েছে। যা হংকং ইস্যু ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ! চীন এর তীব্র প্রতিবাদ জানায়।

মুখপাত্র বলেন, সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে কোনো অভিযোগ সঠিক নয়। মার্কিন সংশ্লিষ্ট রাজনৈতিকের বক্তব্য পুরোপুরি ভুল। যা হংকং পুলিশের আইনি কাজে বাধা দিয়েছে। তাদের বাস্তব উদ্দেশ্য হচ্ছে অপরাধে উস্কানি দিয়ে হংকংয়ের আইন ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া!

মুখপাত্র বলেন, মূলভূখণ্ডে ফিরে আসার পর হংকং বর্তমানে সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। হংকংয়ের ভাগ্য হংকংয়ের মানুষসহ চীনের জনগণের হাতে। চীনের কেন্দ্রীয় সরকারের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও সমৃদ্ধি এবং স্থিতিশীলতা রক্ষার দৃঢ়প্রতিজ্ঞা কখনও পরিবর্তন হবে না।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040