সহিংস বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছে হংকং পুলিশ
  2019-09-01 16:23:37  cri
সেপ্টেম্বর ১: আজ (রোববার) ভোরে হংকংয়ের পুলিশ এক প্রেস ব্রিফিং আয়োজন করে। বিক্ষোভকারীরা পুলিশের নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে গতকাল (শনিবার) থেকে হংকং আইল্যান্ড, কোলুন, নিউ টেরিটরিসহ বহু এলাকায় অবৈধ সমাবেশ করেছে। পাশাপাশি, তারা সরকারি স্থাপনার কাছাকাছি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে এবং ইট ও স্টিলের লাঠি দিয়ে পুলিশকে আঘাত করেছে। তারা রেলযাত্রী ও রেলপথে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের এমন আচরণ পুলিশ ও জননিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে। এর তীব্র নিন্দা জানায় হংকং পুলিশ।

জানা গেছে, হংকং আইল্যান্ডে বিক্ষোভকারীদের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে হংকং পুলিশ। বিক্ষোভকারীদের সহিংসতা বেড়েছে। এটি অগ্রহণযোগ্য বলে সহিংসতা দমাতে জলকামান ব্যবহার করে হংকং পুলিশ।

হংকং আইল্যান্ডের পাশাপাশি বিক্ষোভকারীরা সিম শাত সুই, মংক কক, প্রিন্স এডওয়ার্ড, ওং থাই সিন, কুন থোং, হাং হুয়া, ও থিন ওয়াই-সহ অনেক এলাকায় অবৈধ সমাবেশ করেছে। এতে পুলিশ ব্যুরো, পরিবহন ব্যবস্থা, পাবলিক পণ্য ও রেলপথসহ বিভিন্ন স্থানের ক্ষতি হয়েছে। এ প্রেক্ষাপটে প্রিন্স এডওয়ার্ড রেল স্টেশনে ৪০জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, হংকংয়ের গণ-নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করতে হবে। যে কোনো আইন লঙ্ঘনের আচরণকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040