সিএমজি 'রেডিও দ্য গ্রেট বে' চালু
  2019-09-01 14:55:46  cri

 

সেপ্টেম্বর ১: চীনের কেন্দ্রীয় বেতার ও টেলিভিশন কেন্দ্র বা সিএমজি'র 'রেডিও দ্য গ্রেট বে' আজ (রোববার) সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এটি চীনের কুয়াংতোং, হংকং ও ম্যাকাও অঞ্চলের জন্য জাতীয় পর্যায় থেকে চালু হওয়া প্রথম বিশেষ রেডিও। রেডিওটি ম্যান্দারিন, ক্যান্টোনিজ, ছাওচৌ, হাক্কা, শাংহাই ও মিনান ভাষায় প্রচারিত হবে। এ ছাড়া, রেডিও'র নতুন গণমাধ্যম প্ল্যাটফর্মও চালু হয়েছে।

'দ্য গ্রেট বে রেডিও' কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ, শেনচেন, চুহাই, ফোশান, হুইচৌ, তোংকুয়ান, চুশান, চিয়াংমেন ও চাওফেং শহর, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং ম্যাকাও প্রশাসনিক অঞ্চলে সম্প্রচার করা হবে।

'দ্য গ্রেট বে রেডিও' এফএম ১০১.২ মেগাহার্টজ ও মিডিয়াম ওয়েভ ১২১৫ কিলোহার্টজে প্রতিদিন ২১ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করবে। রেডিও ও নতুন গণমাধ্যম প্ল্যাটফর্ম প্রধানত স্থানীয় বাসিন্দাদের কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ তথ্য ও আঞ্চলিক জাতীয় কৌশল কার্যকরের প্রক্রিয়া প্রচার করবে। পাশাপাশি, চীনের 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' উন্নয়ন ও চর্চার কাজ করবে এই রেডিও।

চীনের প্রচার উপমন্ত্রী ও জাতীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর মহাপরিচালক নিয়ে চেন স্য, চীনা প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজি'র মহাপরিচালক শেন হাই সিওং, চীনা প্রচার উপমন্ত্রী এবং কেন্দ্রীয় ইন্টারনেট ও তথ্য কার্যালয়ের মহাপরিচালক চুয়াং রং ওয়েন, রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও কার্যালয়ের উপপরিচালক হুয়াং লিউ ছুয়ান, সিএমজি'র উপপরিচালক ইয়াং সিয়াও মিং এবং কুয়াংতোং প্রদেশের চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্ট্যান্ডিং কমিটির সদস্য ও প্রচার বিভাগের পরিচালক ফু হুয়া 'রেডিও দ্য গ্রেট বে' চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040