'রঙিন বিপ্লব' হংকংয়ে সফল হবে না: অধ্যাপক চাং ওয়েই
  2019-08-31 19:15:28  cri
অগাস্ট ৩১: প্রায় দুই মাস ধরে চীনের হংকংয়ে বিক্ষোভকারীদের সহিংসতা অব্যাহত রয়েছে। এটি গুরুতরভাবে স্থানীয় নাগরিকদের স্বাভাবিক জীবন ও অর্থনীতির ক্ষতি করেছে।

পাশ্চাত্যের দেশগুলোর কোনো কোনো কূটনীতিক চীনের হংকংয়ের ব্যাপারে হস্তক্ষেপ করেছে; এমনকি, হংকংয়ের সমস্যা এবং চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক আলোচনা সংযুক্ত করেছে!

'রঙিন বিপ্লব' সবসময় এ রকম। কিন্তু এ ধরনের বিপ্লব চীনের হংকংয়ে কখনও সফল হবে না। ফুতান বিশ্ববিদ্যালয়ের চীন গবেষণালয়ের প্রধান চাং ওয়েই সম্প্রতি সাংবাদিকদের এসব কথা বলেছেন।

'আরব বসন্তকাল' হলো ২০১১ সালে সংঘটিত উল্লেখযোগ্য ধারাবাহিক ঘটনা। সেসময় আরব বিশ্বের কিছু দেশের অভ্যন্তরীণ মতভেদকে পুঁজি করে বিক্ষোভ গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র সেসব দেশের বিশেষ কিছু শক্তিকে সমর্থন দিয়েছিল। এ ধরনের শক্তি 'ডিপ স্টেট' নামে পরিচিত।

চাং ওয়েই বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র তহবিল ও সিআইএ বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে আরব দেশগুলোর কোনো কোনো যুবককে অহিংস আন্দোলনে উত্সাহ দিয়েছিল। এর ফলে আরব বিশ্বের শাসনক্ষমতা পরিবর্তন হয়। কিন্তু হংকংয়ের মানুষ অর্থনীতির ক্ষতি দেখতে চায় না। সম্প্রতি 'শতাধিক নাগরিক' হংকংয়ে মার্কিন কনসুলেটের কাছাকাছি বিক্ষোভ করেন। তাঁরা 'হংকংয়ের সহিংস জঙ্গিরা, যুক্তরাষ্ট্র তৈরি করেছে' বলে শ্লোগান দেয়। অধ্যাপক বলেন, পাশ্চাত্য দেশগুলোর ষড়যন্ত্র কখনও বাস্তবায়িত হবে না, কারণ হংকংয়ের পিছনে রয়েছে শক্তিশালী গণপ্রজাতন্ত্রী চীন।

(ছাই/তৌহিদ/ওয়া হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040