হ্যপেই অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকা চালু হয়েছে
  2019-08-31 18:58:20  cri
অগাস্ট ৩১: আজ (শনিবার) চীনের হ্যপেই অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকা চালু হয়েছে। তাসিং বিমানবন্দরে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবাধ বাণিজ্যিক এলাকা তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা কাজে লাগিয়ে উচ্চ পর্যায়ের উন্মুক্ত অবাধ বাণিজ্যিক পরীক্ষামূলক এলাকা গড়ে তুলবে।

তাসিং বিমানবন্দর বেইজিং, থিয়েনচিন ও হ্যপেই যৌথ উন্নয়ন অঞ্চলের কেন্দ্রীয় স্থানে অবস্থিত। বিমানবন্দর বেইজিংয়ের উপকেন্দ্র ও হ্যপেইয়ের সিওং'আন নতুন এলাকাকে সংযুক্ত করেছে। বেইজিং শহরের বাণিজ্যিক ব্যুরোর পরিচালক ইয়ান লি কাং বলেন, বেইজিংয়ের পরিষেবা শিল্পের ভিত্তি শক্তিশালী। অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকা সেবা ও বাণিজ্যের ক্ষেত্রে আরও ব্যাপক অনুসন্ধান ও নব্যতাপ্রবর্তন করবে।

তাসিং এলাকার চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) উপসম্পাদক ও পৌর প্রধান ওয়াং ইয়ৌ কুও বলেন, পরবর্তী ধাপে তাসিং অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকা, বহুমুখী শুল্কমুক্ত এলাকা ও পরিষেবা শিল্প উন্নয়নে আরও বেশি সুবিধা দেবে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040