আর্থ-বাণিজ্যিক আলোচনায় হংকং ইস্যুটি জড়ানো ঠিক নয়: সিআরআই ভাষ্যকার
  2019-08-31 16:52:41  cri

অগাস্ট ৩১: চীন আন্তর্জাতিক বেতার- সিআরআইয়ের ভাষ্যকার আজ (শনিবার) 'আর্থ-বাণিজ্যিক আলোচনার ফলাফলে হংকং বিষয়টি জড়ানো ঠিক নয়' শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেছেন।

গতকাল (শুক্রবার) কিছু মার্কিন ব্যক্তি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক আলোচনা হংকং ইস্যুর সঙ্গে জড়িত। ভাষ্যকার বলেন, যখন চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক প্রতিনিধিদলের আলোচনা সুষ্ঠুভাবে চলছে, তখন যুক্তরাষ্ট্রের কিছু মানুষ চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ না করার কথা বলেন। তবে, বিষয়টি কিছুটা অবনতি ঘটায় একই মানুষ ফের হংকং বিষয়টি দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক আলোচনার সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালায়। যা খুবই জটিল পরিস্থিতি তৈরি করে। এতে স্পষ্ট যে, তারা হংকং ইস্যুটি সঠিকভাবে দেখছেন না। বরং, এ বিষয়কে আর্থ-বাণিজ্যিক আলোচনার লেনদেনের ফলাফল হিসেবে কাজে লাগাতে চায়। অবশ্য, আর্থ-বাণিজ্যিক আলোচনায় চীনের ওপর চাপ দেওয়ার অপচেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রবন্ধে বলা হয়, হংকং বিষয়টি পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। সংবিধান ও হংকংয়ের মৌলিক আইন অনুসারে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল শাসন করে চীনের কেন্দ্রীয় সরকার। বাইরের কোনো শক্তি বা ব্যক্তির এতে হস্তক্ষেপের অধিকার নেই।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040