এপেকের তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মেলন চিলিতে অনুষ্ঠিত
  2019-08-31 16:02:44  cri
অগাস্ট ৩১: বৃহস্পতিবার ও শুক্রবার এপেকের তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মেলন চিলির পুয়ের্তো ভারাসে অনুষ্ঠিত হয়েছে। চীনের এপেক-বিষয়ক উচ্চ কর্মকর্তা লু মেই সম্মেলনে অংশ নেন।

লু মেই বলেন, এপেক হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা। দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সমৃদ্ধিতে এর অবদান রয়েছে। এ বছর এপেক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী।

তিনি আরও বলেন, চিলির উদ্যোগে এ বছরের এপেক সম্মেলন 'জনগণের সংযুক্তি ও যৌথ ভবিষ্যত্ নির্মাণে' স্থিতিশীলভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ও অগ্রগতি অর্জন করেছে। এ সম্মেলন এপেকের অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সম্মেলনে বিভিন্ন সদস্য দেশ আঞ্চলিক অর্থনীতির একীকরণ, ডিজিটাল অর্থনীতি, যোগাযোগ ও সংযুক্তি, নারী, সার্বিক উন্নয়ন ও সামুদ্রিক পরিবেশ নিয়ে গভীর আলোচনা করেছে এবং অনেক মতৈক্য পৌঁছেছে।

লু মেই বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ চীন। দেশটি এপেকের দৃঢ় উদ্যোক্তা ও সমর্থক। চীন অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা ও পরামর্শের ভিত্তিতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলন সফলভাবে আয়োজনের চেষ্টা করবে বলে জানান লু মেই।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040