সহিংস অপরাধে জড়িত ৭জনকে গ্রেফতার করেছে হংকং পুলিশ
  2019-08-31 15:26:27  cri
অগাস্ট ৩১: বৃহস্পতিবার ও শুক্রবার হংকংয়ের পুলিশ সহিংস অপরাধে জড়িত ৭জনকে গ্রেফতার করেছে। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পুলিশ কার্যালয়ের জন-সম্পর্ক বিভাগের পরিচালক সে চুন-চুং গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, হংকংয়ের পুলিশ গত দুই মাসে সংঘটিত ধারাবাহিক গুরুতর অপরাধ তত্পরতার তদন্ত করছে। হংকং পুলিশ যে কোনো সহিংসতার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে।

তিনি সাংবাদিকদের বলেন, গত ২১ জুন পুলিশ সদরদফতরের হামলার মামলায় 'স্বাধীন হংকং সংস্থা' ডেমোসিস্টো ই'র মহাসচিব জোশুয়া ওয়াং ও সদস্য চৌ থিংকে গ্রেফতার করা হয়। ১৩ জুন শেউং শুইতে অবৈধ সমাবেশ সংক্রান্ত মামলা সম্পর্কে সন্দেহভাজন ব্যক্তি 'হংকং ন্যাশনাল পার্টি'র সমন্বয়কারী অ্যান্ডি চ্যান হো-টিনকে গ্রেফতার করা হয়।

১ জুলাই হংকং আইন প্রণয়ন কমিটির ক্ষতিকর মামলা সম্পর্কিত সন্দেহভাজন দু'জন নারীকেও গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন নারী ছিলেন হংকং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমিতির সাবেক চেয়ারম্যান আলথিয়া সুন হিউ। গত ১৪ জুলাই শা টিন নতুন নগর চত্বরে সহিংসতার মামলায় সন্দেহভাজন ব্যক্তি রিক হুইকে গ্রেফতার করা হয়। সে শা টিন এলাকার সংসদ সদস্য। এরপর ২১ জুলাই ইউয়েন লংয়ে সংঘটিত হামলার মামলায় সন্দেহভাজন উস্কানিদাতাকেও গ্রেফতার করে পুলিশ। (ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040