হংকংয়ে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার আহ্বান হংকংয়ের বিভিন্ন মহলের
  2019-08-30 20:25:46  cri
অগাস্ট ৩০: হংকংয়ে হিংসাত্মক তত্পরতা বন্ধ করে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন হংকংয়ের বিভিন্ন মহলের লোকজন।

আগামীকাল চীনের 'পিপলস ডেইলি' পত্রিকায় এক সম্পাদকীয় প্রকাশিত হবে। এতে বলা হয়, হংকংয়ের সংঘর্ষ দিন দিন তীব্রতর হয়ে যাচ্ছে এবং সামাজিক ক্ষতিও দিন দিন গুরুতর হচ্ছে। হংকংয়ের সমৃদ্ধি এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষা করতে দৃঢ়ভাবে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং পুলিশকে সমর্থনের কথা পুনরায় জোর দিয়ে বলা হয় সম্পাদকীয়তে।

সম্পাদকীয়তে আরো বলা হয়, হংকংয়ের সুগভীর দ্বন্দ্ব বিভিন্ন মহলের একযোগে সমাধান করা উচিত্। তবে হিংসাত্মক তত্পরতা কখনও সঠিক বাছাই হবে না বলে সম্পাদকীয়তে বলা হয়। সংঘর্ষ বন্ধ করে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করলে হংকংয়ের ভবিষ্যত থাকবে। হংকংয়ের মৌলিক আইন অনুযায়ী, হংকংয়ের বিশৃঙ্খল পরিস্থিতি কেন্দ্রীয় সরকার বসে বসে দেখবে না। দ্রুত গতিতে সম্ভাব্য নানা হাঙ্গামা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের যথেষ্ট উপায় রয়েছে।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040