উত্তর কোরিয়া সফর করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2019-08-30 18:50:12  cri
অগাস্ট ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর কোরিয়া সফর করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি মোটামুটি প্রশমিত, রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধান করা সম্ভব। বিভিন্ন পক্ষের যোগাযোগ জোরদার করে 'ভিন্ন পর্যায়, ভিন্ন পদক্ষেপ' চিন্তাধারায় কোরীয় উপদ্বীপের পরমাণু মুক্তকরণ ও শান্তিপূর্ণ ব্যবস্থা গড়ে তোলার কার্যকর পদ্ধতি খুঁজে পেতে চেষ্টা করা উচিত।

চীন সংশ্লিষ্ট ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালন করবে এবং এতদাঞ্চলের পরমাণু অস্ত্রমুক্তকরণ ও দীর্ঘস্থায়ী নিরাপত্তার জন্য অবদান রাখবে। (সুবর্ণা/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040