চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়: চীনা বাণিজ্য মন্ত্রণালয়
  2019-08-30 10:39:26  cri
অগাস্ট ৩০: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে, যা 'তোমার মধ্যে আমি ও আমার মধ্যে তুমি' রূপ নিয়েছে। এ দুটি দেশের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

সম্প্রতি কোনো কোনো মার্কিন রাজনীতিক চীন থেকে মার্কিন প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার কথা বলেছেন। এ প্রসঙ্গে কাও ফেং বলেন, দু'দেশের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা মানে নিজেদের পাশাপাশি অন্যদের ক্ষতি করা। চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সম্পর্কের মূল বিষয় পারস্পরিক কল্যাণ অর্জন। দু'দেশ পরস্পরের জিরো-সাম প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের কল্যাণকর অংশীদার। বেইজিং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর চীনে বিনিয়োগ ও কার্যক্রমকে স্বাগত জানায়। বিদেশিদের জন্য চীনের ব্যবসার পরিবেশ ভবিষ্যতে আরও সুন্দর করা হবে।

জানা গেছে, বিশ্বজুড়ে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ টানা তিন বছর ধরে হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে চীনে গত সাত মাসে বিদেশি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৪ হাজার। আর এসময় চীনে বৈদেশিক পুঁজি বিনিয়োগের পরিমাণ ছিল ৫৩ হাজার কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৩ শতাংশ বেশি। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040