সুরের ধারায় ৩০ অগাস্ট ২০১৯
  2019-08-30 09:35:28  cri


 

আজকের অনুষ্ঠানে আপনারা শুনবেন অসংখ্য বাংলা ও হিন্দি গানের কন্ঠশিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের কণ্ঠে কয়েকটি জনপ্রিয় রবীন্দ্রসংগীত।

শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ১৯২০ সালের ১৬ জুন ভারতের বারাণসী শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার কলকাতায় যায় বিংশ শতাব্দীর প্রথমার্ধে‌। হেমন্ত ভবানিপুরের মিত্র ইনস্টিটিউশনে ছিলেন। সেখানেই বাল্যবন্ধু ও কবি সুভাষ মুখোপাধ্যায়ের সাথে পরিচয় হয় তার। ইন্টারমিডিয়েট পাস করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। কিন্তু তিনি সংগীত যার নেশা, তার জন্য কি অন্যান্য কাজ করা সহজ! তিনি সংগীত সাধনার জন্য পড়াশোনা ত্যাগ করেন। তার সাহিত্যিক হবার প্রবল ইচ্ছাও ছিল। সে সময় কিছুদিন তিনি দেশ পত্রিকায় কাজ করেন। ১৯৩৭ সালের দিকে তিনি সম্পূর্ণভাবে সংগীত জগতে প্রবেশ করেন।

ছোটবেলা কাটে তিন ভাই ও এক বোন নীলিমার সঙ্গে। বড় ভাই তারাজ্যোতি ছোট গল্প লিখতেন। ছোট ভাই অমল মুখোপাধ্যায় কিছু বাংলা ছায়াছবিতে সংগীত পরিচালনা করেছিলেন এবং ১৯৬০ এর দশকে কিছু গানও গেয়েছিলেন।

১৯৪৫ সালে হেমন্ত-বেলা মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তার আগে ১৯৪৩ সালে বাংলা ছায়াছবি 'কাশিনাথ'-এ বেলা কয়েকটি জনপ্রিয় গান গান। তবে বিয়ের পর হেমন্তের স্ত্রী বেলা আর সংগীত জগতের সঙ্গে সম্পর্ক রাখেননি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040