বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
  2019-08-29 19:16:00  cri

অগাস্ট ২৯: গতকাল (বুধবার) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চি মিং বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।

 

এসময় রাষ্ট্রদূত লি বলেন, ২০১৬ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট সি'র ঢাকা সফরকালে চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হয়, যা দু'দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ বয়ে আনে। চলতি বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। তখন চীনা নেতৃবৃন্দের সাথে তার কার্যকর আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, দু'দেশের নেতাদের ধারাবাহিক মতৈক্য বাস্তবায়নে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে, এবং 'চীনা স্বপ্ন' ও 'সোনার বাংলার স্বপ্ন' বাস্তবায়নে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাবেন।

এসময় রাষ্ট্রপতি হামিদ নয়া রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতি বলেন, চীন দীর্ঘকাল ধরে বাংলাদেশের উন্নয়ন ও নির্মাণকাজে সহায়তা দিয়ে আসছে। পদ্মা সেতুর সংযোগ-রেলপথ, কর্ণফুলি নদীর নিচে সুড়ঙ্গসহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলাদেশে নির্মিত হচ্ছে চীনের অংশগ্রহণে। চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দু'দেশের যৌথ প্রয়াসে বিভিন্ন খাতের সহযোগিতা সম্প্রসারিত হবে।(সুবর্ণা/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040