চীনে 'প্রথম বৈশ্বিক অর্থনীতির উন্নয়ন ও নিরাপত্তা ফোরাম' ২০২০ সালে অনুষ্ঠিত হবে
  2019-08-29 17:02:41  cri
অগাস্ট ২৯: বোআও এশীয় ফোরাম (বিএফএ)'র মহাসচিব লি পাও তোং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, 'প্রথম বৈশ্বিক অর্থনীতির উন্নয়ন ও নিরাপত্তা ফোরাম' ২০২০ সালে চীনে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, অর্থনীতির উন্নয়ন ও নিরাপত্তা বিবেচনা করে বিশেষ করে ফোরামের প্লাটফর্ম স্থাপন করা আন্তর্জাতিক মঞ্চে এটাই প্রথম। 'অভিন্ন কার্যক্রম ও অভিন্ন সমৃদ্ধি' শিরোনামে এই ফোরামের আওতায় বিশ্বে নিরাপত্তা-সহযোগিতার নতুন কাঠামো স্থাপন করা হবে, যাতে শান্তিপূর্ণ উন্নয়নের পরিবেশ সুরক্ষা করা যায়।

লি পাও তোং আরও বলেন, বর্তমানে বিশ্বের অর্থনীতির উন্নয়নের সঙ্গে নিরাপত্তা-সমস্যার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। তাই এখন এটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়। নতুন আন্তর্জাতিক পরিস্থিতি ও উন্নয়নের চাহিদা মোকাবিলা করতে এই ফোরাম বৈশ্বিক প্লাটফর্ম হিসেবে কাজ করবে। (লিলি/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040