ট্রাম্প প্রশাসনের বাণিজ্যযুদ্ধের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল ও আন্তর্জাতিক সমাজ
  2019-08-29 16:15:42  cri
অগাস্ট ২৯: চীনের সাথে যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সংঘাত দিন দিন গুরুতর হচ্ছে এবং মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনা বাজার ত্যাগে বাধ্য করতে 'আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন' (আইইইপিএ) প্রয়োগ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সরকারের এমন ধারাবাহিক নেতিবাচক আচরণের সমালোচনা করছে সেদেশের বিভিন্ন মহল ও আন্তর্জাতিক সমাজ।

যুক্তরাষ্ট্রের দি ন্যাশনাল রিটেইল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, চীন ত্যাগ করার প্রস্তাব মার্কিন রিটেইলারদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কারণ, চীনা বাজারে তাদের সংশ্লিষ্ট ব্যবসা বিদেশে বাজার উন্নয়নের সম্ভাবনা বাস্তবায়িত করেছে এবং মার্কিন শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তাদের জন্য সুযোগ বয়ে এনেছে।

মার্কিন গণমাধ্যমে বিভিন্ন পক্ষের বিশ্লেষণ উদ্ধৃত করে বলা হয়েছে যে, মার্কিন কোম্পানিগুলোকে চীন ছাড়তে বলার অধিকার ডোনাল্ড ট্রাম্পের নেই। কৃত্রিমভাবে চীনের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বের সম্পর্ক নষ্ট করলে মার্কিন শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আখেরে যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের অর্থনীতির উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

এদিকে, জাপানি অর্থনীতিবিদ এহারা নরিয়োশি মনে করেন, মার্কিন-চীন আর্থ-বাণিজ্যিক সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম অনেক বেড়েছে এবং মার্কিন নাগরিকদের জীবনমানে এর নেতিবাচক প্রভাব অনুভূত হচ্ছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে চীনের বিনিয়োগ হ্রাস পাওয়ায় মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে তুলনামূলকভাবে কম।

তিনি আরও বলেন, ২০০১ সালে চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তিকে সমর্থন দিয়েছিল ওয়াশিংটন। অথচ বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে ব্যাপক সন্দেহ ছড়াচ্ছে ট্রাম্প প্রশাসন এবং এর সমালোচনা করছে। যুক্তরাষ্ট্রের এ আচরণ আন্তর্জাতিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। (সুবর্ণা/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040