চীনের নানশা দ্বীপের সমুদ্রে মার্কিন রণতরীর অনুপ্রবেশ
  2019-08-29 15:31:21  cri
অগাস্ট ২৯: গতকাল (বুধবার) একটি মার্কিন ডেস্ট্রয়ার বিনা অনুমতিতে চীনের নানশা দ্বীপের সমুদ্রাঞ্চলে প্রবেশ করে। এসময় চীনা গণমুক্তি ফৌজের নৌবাহিনী ও বিমানবাহিনী মার্কিন রণতরীটিকে সতর্ক করে দেয় এবং চীনা জলসীমার বাইরে যেতে নির্দেশ দেয়। আজ (বৃহস্পতিবার) চীনা গণমুক্তি ফৌজের একজন সামরিক কর্মকর্তা এ তথ্য জানান।

এদিকে, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এই অনুপ্রবেশকে চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার প্রতি সরাসরি হুমকি বলে আখ্যায়িত করেছে। সিআরআই বলেছে, যুক্তরাষ্ট্র সমুদ্রে বিদেশি জাহাজের অবাধ চলাচলের স্বাধীনতার কথা বলে। অথচ বাস্তবে দেশটি এ অজুহাতে আন্তর্জাতিক নিয়মকে উপেক্ষা করে সমুদ্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। (লিলি/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040