প্রসঙ্গ: মার্কিন শিল্প-প্রতিষ্ঠান চীনের বিরাট বাজার ও উন্নয়নের সুযোগ ছাড়তে পারবে না
  2019-08-29 14:08:03  cri
অগাস্ট ২৮: চীনের বেশ কয়েকজন বিশেষজ্ঞ গতকাল (বুধবার) শাংহাইয়ে বলেছেন, চীনের বিরাট বাজার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশকে উন্নয়নের বিরাট সুযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র চীন-মার্কিন বাণিজ্য সংঘর্ষ সৃষ্টি করেছে, এবং দেশটি বার বার নিজের কথাকে লঙ্ঘন করে শুল্ক বৃদ্ধি করে। তা শুধুই যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থকে ক্ষতি করবে তা নয়, বরং তা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থিক যোগাযোগকে এক বা একাধিকবার আর্থিক সংঘর্ষের মাধ্যমে বিচ্ছিন্ন করা যায় না।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেন সুপারমার্কেট কোস্টকো সম্প্রতি চীনের শাংহাই শহরে চীনের মূল ভূভাগে প্রথম দোকান স্থাপন করেছে। উদ্বোধনী দিনে স্থানীয় ভোক্তারা দোকানে ছুটে যায়। সুপারমার্কেটের পণ্য খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। শাংহাই সমাজ একাডেমির বুধবার আয়োজিত 'বিবেকবান মনোভাবে বাণিজ্যিক সংঘর্ষ মোকাবিলা করা, অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিত করা' শিরোনামে সেমিনারে থুংজি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় সৃজনশীল উন্নয়ন গবেষণাগারের উপ-প্রধান সি চিয়ান সুন বলেন, অর্থনীতির নিয়মকে লঙ্ঘন করা যায় না। চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যোগাযোগকে বিচ্ছিন্ন করাও যায় না। মার্কিন শিল্প-প্রতিষ্ঠান চীনের বিরাট বাজার ও উন্নয়নের সুযোগ ছাড়তে পারবে না। তিনি বলেন,

চীনের প্রায় ১৪০ কোটি জনসংখ্যার বিরাট বাজার আছে। বিশ্বের অর্থনৈতিক বাজারে চীনের অবস্থান দিন দিন গুরুত্বপূর্ণ হচ্ছে। বুধবার মার্কিন সুপারমার্কেট কোস্টকো চীনে উদ্বোধন হয়েছে, চীনের ভোক্তারা এক সকালের মধ্যে সুপারমার্কেটের সব পণ্য ক্রয় করে শেষ করেছে। মার্কিন শিল্প-প্রতিষ্ঠান চীনের বিরাট বাজারকে ছাড়তে পারে? চীনে ৪০ কোটির মধ্যবিত্ত আয়ের মানুষ আছে। তা হল বিশ্বে বৃহত্তম মধ্যবিত্ত আয়ের বাজার। তা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিল্প-প্রতিষ্ঠানের জন্য উন্নয়নের বিরাট সুযোগ সৃষ্টি করেছে।

পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে, চীনে নতুন প্রতিষ্ঠিত বৈদেশিক পুঁজির শিল্প-প্রতিষ্ঠানের সংখ্যা ২৪ হাজারেরও বেশি। চীনে ব্যবহৃত বৈদেশিক পুঁজির পরিমাণ ৫৩০ বিলিয়ন ইউয়ান। গত বছরের একই সময়ের তুলনায় ৭.৩ শতাংশ বেশি।

শাংহাই সমাজ একাডেমির প্রধান, চীনের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের থিংকট্যাংকের শীর্ষ বিশেষজ্ঞ চাং তাও কেন বলেন,

কিছু আন্তর্জাতিক সংস্থা অনুমান করেছে যে, আগামী ১২ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি হ্রাস পাবে। দ্বিতীয় কোয়ার্টারে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধির হার ২.১ শতাংশ। আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের সরঞ্জাম ক্ষেত্রের পুঁজি বিনিয়োগ তিন বছরের মধ্যে প্রথমবারের মত ঋণাত্মক প্রবৃদ্ধি পেয়েছে। উত্পাদন শিল্পের হ্রাসও পাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু করার উদ্দেশ্য ছিল দেশের উত্পাদন শিল্পকে সমৃদ্ধ করা, তবে এর ফলাফল তার কল্পনার মত নয়।

অনেক বিশেষজ্ঞ বলেছেন, যুক্তরাষ্ট্রের সমস্যা নিজ দেশেরই। অন্য দেশের নয়। চীন বাণিজ্য যুদ্ধ চায় না, তবে বাণিজ্য যুদ্ধে ভয়ও পায় না। প্রয়োজন হলে চীন বাধ্য হয়ে পাল্টা ব্যবস্থাও নেয়। বাণিজ্য যুদ্ধে উপযোগী অবস্থায় থাকতে চাইলে চীনের উচিত নিজের কাজকে ভালোভাবে করা এবং অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন বাস্তবায়ন করা।

(শুয়েই/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040