বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের কাছে বিদেশি নতুন রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ
  2019-08-29 13:13:53  cri
অগাস্ট ২৯: গতকাল (বুধবার) বেইজিংয়ে গণমহাভবনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং'র কাছে পরিচয়পত্র পেশ করেন চীনে নতুন নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূত।

তাঁরা হলেন, মালির রাষ্ট্রদূত দিদিয়ের ডাকো, লেসোথোর রাষ্ট্রদূত লেচু ড্যানিয়েল সেটেনানে, পাকিস্তানের রাষ্ট্রদূত নাঘমানা এ. হাশিমি, কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ এ. আল-দেহাইমি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম হুগ ফ্লেচার, জিম্বাবুয়ের রাষ্ট্রদূত মার্টিন চেদোন্ডো, এস্তোনিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে উঙ্গা, মালয়েশিয়ার রাষ্ট্রদূত রাজা নুশিরওয়ান, মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ আজিমা, গিনির রাষ্ট্রদূত সরমাদে টরে ও জাতিসংঘের সমন্বয়কারী নিকোলাস রোজেলিনি।।

বহুপক্ষবাদ এবং জাতিসংঘের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে চীন দৃঢ়ভাবে সমর্থন করে যাবে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট সি। (ছাই/টুটুল/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040