চীন ছেড়ে যাওয়া মার্কিন কোম্পানিগুলোর পক্ষে সম্ভব নয়: সিআরআই সম্পাদকীয়
  2019-08-28 18:53:09  cri
অগাস্ট ২৮: চলতি বছরের প্রথমার্ধে চীনে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট পুঁজি বিনিয়োগের পরিমাণ ছিল ৬.৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত দুই বছরের একই সময়ের গড় পরিমাণের তুলনায় ১.৫ শতাংশেরও বেশি। শাংহাইতে 'টেসলা' সুপার কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে; মার্কিন তহবিল বেইন ক্যাপিটাল চীনে পরিসংখ্যানকেন্দ্রে ৫৭ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠান চীনা বাজারের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং তারা এ বাজার নিয়ে আশাবাদীও। চীনা বাজারে নতুন সাফল্য অর্জনের প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন কোম্পানিগুলো।

চীনের ১৪০ কোটি লোকসংখ্যার এতো বড় বাজার কেউ উপেক্ষা করতে পারে না। চীন আন্তঃদেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সম্পূর্ণ শিল্প-চেইন ও সরবরাহ-চেইনের সেবা দিতে সক্ষম। এখানে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের ব্যয়ও তুলনামূলকভাবে অনেক কম। এ ক্ষেত্রে চীনের প্রাধান্য সুস্পষ্ট।

চীন 'বিশ্ব কারখানা' হিসেবে পরিচিত। এই অবস্থা একদিনে তৈরি হয়নি; অল্প সময়ের ব্যবধানে এ অবস্থার পরিবর্তন ঘটানোও সম্ভব নয়। কিন্তু দৃশ্যত, যুক্তরাষ্ট্র রাতারাতি পরিবর্তন আনতে চাইছে; বাজার-অর্থনীতির শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক ব্যবসা-কার্যক্রমকেও ব্যাহত করছে। অথচ বাস্তবতা হচ্ছে, চীন বিদেশিদের জন্য নিজেকে আরও উন্মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখায়, 'বিশ্ব কারখানা' হিসেবে এর ভূমিকা আরও জোরদার হয়েছে। এখন আগের যে-কোনো সময়ের তুলনায় বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য চীনে বেশি সুযোগ-সুবিধা রয়েছে। ভবিষ্যতে এই সুযোগ-সুবিধা আরও বাড়বে। (সুবর্ণা/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040