আইন লঙ্ঘনের অভিযোগে হংকংয়ে আরও ১৩ জন গ্রেফতার
  2019-08-28 14:30:31  cri
অগাস্ট ২৮: চীনের হংকং পুলিশ গতকাল (মঙ্গলবার) জানায়, বিক্ষোভ-সমাবেশকালে আইন লঙ্ঘনের দায়ে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ সমাবেশ, ভাংচুর ও মারাত্মক অস্ত্র রাখার অভিযোগ আনা হয়।

হংকং স্থানীয় সরকারের পুলিশ অধিদপ্তরের গণসম্পর্কবিষয়ক পরিচালক সিয়ে জেন চুং এক সাংবাদিক সম্মেলনে বলেন, গত দু'মাসে শান্তিপূর্ণ সমাবেশ চরম ও সহিংস রূপ নিয়েছে। সহিংসতার তীব্রতা ক্রমশ বাড়ছে। চরমপন্থি বিক্ষোভকারীরা কেবল পুলিশ নয়, শহরবাসী ও সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। গত ২৪ অগাস্টের সহিংসতায় বেশ কয়েকজন শহরবাসী ও সাংবাদিক পেট্রোল-বোমায় আহত হন।

এ সংস্থার উধ্বর্তন কর্মকর্তা চিয়াং ইয়ো সিয়াং বলেন, গত দু'মাসের তদন্তের পরিপ্রেক্ষিতে গত কয়েক দিনে ১১ জন পুরুষ ও ২ জন নারীকে গ্রেফতার করেছে হংকং পুলিশ। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040