যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক বৈশ্বিক অর্থনীতির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে: চীনা বিশেষজ্ঞদের অভিমত
  2019-08-28 11:10:36  cri

একাধিক চীনা বিশেষজ্ঞ গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে বলেছেন, চীনা রফতানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আধিপত্যবাদের প্রমাণ। এই আচরণ বৈশ্বিক সরবরাহ চেইন ও মূল চেইনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে ও ফেলবে। এটি বৈশ্বিক অর্থনীতির গুরুতর ক্ষতি করবে। পাশাপাশি, এ আচরণ বিদেশে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্যও ক্ষতিকর প্রমাণিত হবে।

সম্প্রতি চীনের ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এ সম্পর্কে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের একতরফাবাদ, আধিপত্যবাদ, ও বাণিজ্যিক সংরক্ষণবাদ গুরুতরভাবে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা ও স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক শৃঙ্খলা নষ্ট করেছে। এর নেতিবাচক ফল যুক্তরাষ্ট্রকেও বহন করতে হবে।

এদিন চীনের বৈদেশিক বাণিজ্য বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে চীনের বিশ্ব বাণিজ্য সংস্থার গবেষণালয়ের উপপ্রধান হুও চিয়ানকুও বলেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের এই আচরণ ইতোমধ্যেই আন্তর্জাতিক সমাজে ব্যাপক সমালোচিত হয়েছে। তিনি বলেন,

'আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনের মধ্যে যখন সংঘাত সৃষ্টি হয়, তখন অভ্যন্তরীণ আইনকেই আঁকড়ে থাকে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আইন উপেক্ষা করা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রের আচরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও সোচ্চার। বিশেষ করে মার্কিন আইন ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই আচরণের বেশি বিরোধিতা করেন।'

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম সাত মাসে চীনের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ১৭ ট্রিলিয়ন ইউয়ানের বেশি ছিল, যা গতবছরের একই সময়ের তুলনায় ৪.২ শতাংশ বেশি। চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন, বাস্তবতা থেকে স্পষ্ট যে, চীনা অর্থনীতির যথেষ্ট ক্ষমতা আছে, যা যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক থেকে সৃষ্ট নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম। যুক্তরাষ্ট্রের আচরণ বৈশ্বিক সরবরাহ চেইন ও মূল চেইনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণালয়ের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বিভাগের মহাপরিচালক চাং চিয়ানপিং বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ মার্কিন বৈদেশিক শিল্পপ্রতিষ্ঠানগুলো ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন,

'মধ্য ও দীর্ঘমেয়াদি অর্ডার ফর্ম বাজারের স্থিতিশীলতা ও স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থার অস্থিতিশীল ও অব্যাহত পরিবর্তনের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান খাপ খাওয়াতে পারছে না। এই ধরণের মধ্য ও দীর্ঘমেয়াদি অর্ডার ফর্ম যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবহার করতে পারে না তারা। তাই যুক্তরাষ্ট্রে মার্কিন শুল্ক ব্যবস্থার মোকাবিলায় চীনা পণ্য অর্ডার করে অনেক বিদেশি শিল্পপ্রতিষ্ঠান। তা ছাড়া, অস্থিতিশীলতা এড়ানোর জন্য অনেক মার্কিন শিল্পপ্রতিষ্ঠানকে অনেক অতিরিক্ত কাজ করতে হবে। মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের নিজেদের স্বাভাবিক ব্যবসায়িক শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে।'

চীনের বাণিজ্য ত্বরান্বিত সমিতির মেধাস্বত্ব সেবা কেন্দ্রের মহাপরিচালক থান চিয়ান মনে করেন, যুক্তরাষ্ট্রের আচরণ বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুতর ক্ষতি বয়ে এনেছে। এ সম্পর্কে তিনি বলেন,

'যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদ বৈশ্বিক শিল্পের উন্নয়ন-প্রক্রিয়ায় বেশ অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এটি বৈশ্বিক অর্থনীতির উন্নয়নের পথে গুরুতর বাধার সৃষ্টি করছে, যা দীর্ঘমেয়াদি কুফল বয়ে আনবে।' (ওয়াং হাইমান/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040