বেইজিংয়ে চীন ও উজবেকিস্তানের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক
  2019-08-28 10:27:27  cri
অগাস্ট ২৮: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং'র সঙ্গে গতকাল (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ে বৈঠক করেন উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লা আরিপভ। বৈঠকশেষে দু'নেতার উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় দলিলও স্বাক্ষরিত হয়।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। চীন উজবেকিস্তানের উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে, অবাধ বাণিজ্য ও বাণিজ্যের সহজিকরণকে এগিয়ে নিতে, এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক।

লি আরও বলেন, চীন ও উজবেকিস্তানের অর্থনীতি একে অপরের পরিপূরক। দু'দেশের মধ্যে এক্ষেত্রে বাস্তব সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সঙ্গে উজবেকিস্তানের উন্নয়ন-কৌশল সংযুক্ত করতে চায় এবং সংস্কৃতি, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।

জবাবে আরিপভ বলেন, চীনের অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রেখেছে। উজবেকিস্তান ও চীনের উচিত উচ্চ পর্যায়ের কৌশলগত যোগাযোগ বজায় রেখে বাস্তব সহযোগিতা গভীরতর করা। তার দেশ চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলেও জানান তিনি। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040