চীনের চিয়াংসু প্রদেশ চীনা উদ্যোগগুলিকে "বাইরে যাওয়া"র জন্য সাতটি দেশের বিদেশি আইনি পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে
  2019-08-27 18:41:43  cri

অগাস্ট ২৭: চীনের চিয়াংসু প্রদেশের বার সমিতির সহ-সভাপতি ওয়াং সিয়াও ছিং আজ (মঙ্গলবার) চীনা আইনজীবী সমিতির নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চিয়াংসু প্রদেশ কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের বিদেশি আইনি পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। প্রাথমিকভাবে 'এক অঞ্চল, এক পথ'-এর মূল অঞ্চলগুলি জুড়ে বিদেশি আইনি পরিষেবার সাইটের একটি বিন্যাস তৈরি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চিয়াংসু প্রদেশের ছয় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান 'বাইরে গিয়েছে'।

জানা গেছে, বৈদেশিক আইনি পরিষেবা কেন্দ্রগুলি আইনি পরিষেবা সংস্থানগুলিকে একীভূত করে, বিদেশি উদ্যোগ এবং নাগরিকদের আন্তঃসীমান্ত আইনি সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040