'চীন ও ব্রিটেনের যৌথ বিবৃতির' অজুহাতে হংকং বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ ও সংগঠনের নেই: চীনা মুখপাত্র
  2019-08-27 18:36:58  cri
অগাস্ট ২৭: 'চীন ও ব্রিটেনের যৌথ বিবৃতির' অজুহাতে হংকং বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ ও সংগঠনের নেই।

আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, জি-৭ গোষ্ঠীর শীর্ষসম্মেলনের বিবৃতিতে হংকং বিষয় নিয়ে যে আবোল-তাবোল কথা বলা হয় চীন তার তীব্র অসন্তোষ ও বিরোধিতা প্রকাশ করে। তিনি বলেন, হংকং বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এতে হস্তক্ষেপ করার অধিকার কোনো বিদেশি সরকার, সংগঠন ও ব্যক্তির নেই বলে মুখপাত্র উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি জি-৭ গোষ্ঠীর নেতৃবৃন্দের প্রকাশিত বিবৃতিতে 'চীন ও ব্রিটেনের যৌথ বিবৃতিতে' বিদ্যামান থাকার প্রয়োজনীয়তা ও গুরুত্ব পুনরায় জোর দিয়ে বলা হয় এবং সংঘর্ষ এড়ানোর আহ্বানও জানানো হয়।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040