চীন ও যুক্তরাষ্ট্র দ্রুত একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে বলে ফরাসি প্রেসিডেন্টের আশা
  2019-08-27 18:34:48  cri
অগাস্ট ২৭: গতকাল (সোমবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ জি-৭ শীর্ষসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বলেন, বিশ্বের অর্থনীতির জন্য চীন ও যুক্তরাষ্ট্র দ্রুত একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে বলে আশা করেন তিনি।

এদিন জি-৭ শীর্ষসম্মেলনের শীর্ষনেতাদের একটি সংক্ষিপ্ত যৌথ বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে বিশ্ব বাণিজ্য নিয়ে বলা হয়, জি-৭ উন্মুক্ত ও সুষ্ঠু বৈশ্বিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে, মেধাস্বত্বের অধিকারকে আরও কার্যকরভাবে সুরক্ষিত করতে, বিরোধগুলি আরও দ্রুত সমাধান করতে এবং অন্যায় বাণিজ্যিক আচরণগুলি নির্মূল করার লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার মৌলিক পরিবর্তন আশা করে জি-৭।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যৌথ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ম্যাকখোঁ চীন ও যুক্তরাষ্ট্র দ্রুত একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন। কারণ এটি বিশ্ব অর্থনীতির পক্ষে প্রতিকূল "অনিশ্চয়তা" দূর করবে। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040