অবাধ বাণিজ্যিক অঞ্চলের সংখ্যা বাড়ছে, চীন অর্থনীতির বিশ্বায়নে ইতিবাচক শক্তি প্রদান করছে: সিআরআই সম্পাদকীয়
  2019-08-27 14:50:03  cri
অগাস্ট ২৭: আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) 'অবাধ বাণিজ্যিক অঞ্চলের সংখ্যা বাড়ছে এবং চীন অব্যাহতভাবে অর্থনীতির বিশ্বায়নে ইতিবাচক শক্তি প্রদান করছে' শিরোনামে এক সম্পাদকীয় প্রকাশ করে।

সম্পাদকীয়তে বলা হয়, গতকাল (সোমবার) প্রকাশিত নতুন অবাধ বাণিজ্যিক পরীক্ষামূলক অঞ্চলের তালিকায় শানতোং, চিয়াংসু, কুয়াংসি, হোবেই, ইউন নান ও হেলোচিয়াং ছয়টি প্রদেশ অন্তর্ভুক্ত হয়। এ নিয়ে সারা দেশে অবাধ বাণিজ্যিক পরীক্ষামূলক অঞ্চলের সংখ্যা ১৮টিতে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র চীন-মার্কিন বাণিজ্য সংঘর্ষ সৃষ্টি করেছে এবং অব্যাহতভাবে তা তীব্রতর করে আসছে। তবে চীন নির্দিষ্ট ছন্দ ও বণ্টন অনুযায়ী অব্যাহতভাবে উন্মুক্তকরণ সম্প্রসারণ করে আসছে এবং অর্থনীতির বিশ্বায়ন ও উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি প্রতিষ্ঠার শক্তিশালী ইঞ্জিন হয়ে ওঠে।

সম্পাদকীয়তে জোর দিয়ে বলা হয়, চীনের সংস্কার ও উন্মুক্ততার অব্যাহত সম্প্রসারণ বিশ্বের জন্য উন্নয়নের সুযোগ-সুবিধাও বয়ে আনছে। বর্তমানে কোনো কোনো দেশের সংরক্ষণবাদ পালনের প্রেক্ষাপটে চীনের দৃঢ়ভাবে সংস্কার ও উন্মুক্ততা চালানোর ব্যবস্থার মাধ্যমে, বিশ্বের কাছে চীনের অর্থনীতির বিশ্বায়নকে সমর্থন করা, চীনে পুঁজি বিনিয়োগ করতে বিদেশি শিল্প-প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানানো এবং নতুন যুগে চীনের উন্নয়নের সুযোগ ভাগাভাগি করার দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040