২০১৯ চীন-থাই সিরামিকস সাংস্কৃতিক বিনিময় ও আর্ট প্রদর্শনী ব্যাংককে অনুষ্ঠিত
  2019-09-04 08:54:10  cri

থাইল্যান্ডের ওরিয়েন্টাল বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, ব্যাংককের চীনা সাংস্কৃতিক কেন্দ্র, চীনের লিশুই কলেজের যৌথ উদ্যোগে ২০১৯ চীন-থাই সিরামিকস সাংস্কৃতিক বিনিময় ও আর্ট প্রদর্শনী ১৯ অগাস্ট ব্যাংককে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা ও থাই সিরামিক বিশেষজ্ঞ, সিরামিক সংস্কৃতিপ্রেমী ও থাই বিশ্ববিদ্যালয়, কনফুসিয়াস ইনস্টিটিউটস, চাইনিজ চেম্বার অফ কমার্স, বিদেশি চীনা গোষ্ঠীর প্রতিনিধি এবং চীনা ও থাই মিডিয়ার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

চাইনিজ চীনামাটির বাসন সংস্কৃতির একটি দীর্ঘ ইতিহাস এবং গভীর জ্ঞান রয়েছে। এটি থাং রাজবংশের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সামুদ্রিক সিল্ক রোডের প্রধান পণ্য হয়ে ওঠে। এটি চীন ও থাইল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহাসিক সাক্ষীও। চীনা সিরামিক সংস্কৃতি দক্ষিণ-পূর্বএশিয়ার সিরামিক সংস্কৃতির বিকাশে বিশেষভাবে প্রভাব ফেলেছে, বিশেষত ইন্দো-চীন পেনিনসুলায়।

ব্যাংককে চীন সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক গু হংকসিং বলেন, "গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং চীন ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৪ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আমি আশা করি, এই কার্যক্রমের মাধ্যমে আমরা সংস্কৃতি ও শিল্পের ক্ষেত্রে চীন ও থাই জনগণের মধ্যে গভীর বিনিময়কে আরও উন্নীত ও গভীরতর করবো এবং সিরামিক সংস্কৃতির ক্ষেত্রে চীন ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা সম্পর্ক আরও গভীর করবো"।

আশা করা যায় যে, এই বিনিময় কার্যক্রমের মাধ্যমে চীন ও থাই সিরামিক বিশেষজ্ঞ ও লোকজন আবারও প্রাচীন সিল্ক রোডের পদক্ষেপগুলি অনুসরণ করবে এবং দেশ ও জাতির উপকারের জন্য আরও একবার সাংস্কৃতিক আদান-প্রদান অনুভব করবে, যাতে "এক অঞ্চল, এক পথ" আন্তর্জাতিক সহযোগিতা আরও ভালভাবে কাজে লাগানো যায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040