বেলজিয়ামে ইউরোপীয় ও চীনা যুব সঙ্গীত উৎসব
  2019-09-04 08:54:10  cri

 

'ইউরোপ-চীন যুব সঙ্গীত উৎসব-২০১৯' সম্প্রতি উত্তর বেলজিয়ামের একটি ছোট শহর জান্ডহোফেনে উদ্বোধন হয়। বেলজিয়াম ও চীন থেকে কয়েক ডজন যুবক বাঁশি, গু ছেং, পিয়ানো, স্যাক্সোফোন এবং অন্যান্য পূর্ব ও পশ্চিমা যন্ত্রের সাথে একই মঞ্চে অভিনয় করেন এবং 'নিউ সিল্ক রোড' কনসার্ট পারফর্ম করেন। এর মধ্য দিয়ে স্থানীয় লোকজন চীনা ও পাশ্চাত্য সংস্কৃতি উপলব্ধি করতে পারেন। 

'নিউ সিল্ক রোড' হলো এই বছরের সঙ্গীত উত্সবের জন্য বেলজিয়ান সুরকার হান ফ্লিনট্রপের বিশেষ করে সৃষ্টি করা একটি সঙ্গীত। সন্ধ্যাটিতে প্রথমবারের মত কুয়াং সিয়ের নানিং "আর্ট স্টার" আর্টদলের তরুণরা এবং বেলজিয়ামের লিয়ার শহরের সঙ্গীত এবং সাহিত্য ও নৃত্য একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে পারফর্ম করে।

"নিউ সিল্ক রোড"-এ "ভেনিস: মার্কো পোলো-এর পূর্বের যাত্রা শুরু", "হরমুজ: পূর্বের দরজা খোলা", "পামির: বিশ্বের ওপর দাঁড়ানো ছাদ" এবং " বেইজিং পৌঁছান" ইত্যাদি আট অধ্যায় ভাগ করা হয়। এতে রেশমপথ বরাবর দেশের বিভিন্ন বাদ্যযন্ত্র অন্তর্ভুক্ত করা হয় এবং চীনা ও ইউরোপীয় সভ্যতার গল্প বলার জন্য বাদ্যযন্ত্রের নোটগুলির একটি স্ট্রিং ব্যবহার করা হয়।

বেলজিয়ামে চীনের রাষ্ট্রদূত ছাও চুং মিং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আজকের সঙ্গীতটি প্রধানত মার্কো পোলোর চীনে যাওয়ার পরিশ্রমের প্রক্রিয়ার গল্প সম্পর্কে। এটি ৭০০ বছরেরও বেশি আগের সিল্ক রোড। ২০১৩ সালে, চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে পেশ করে, এই সমসাময়িক রেশমপথ আবার চীন ও ইউরোপকে সংযুক্ত করে। ছাও চুং মিং বলেন,

"যেমন এন্টওয়ার্পে, চীনে যাওয়ার ট্রেন রয়েছে এবং সেখানে মাল পরিবহনের জাহাজ রয়েছে, বিপুল পরিমাণ চীনা পণ্য বেলজিয়ামে যায় এবং বেলজিয়ান পণ্য চীনে আসে। 'এক অঞ্চল, এক পথ' আমাদের ঘনিষ্ঠভাবে সংযুক্ত করে।"

এই বছরের আর্ট উত্সবের চিত্তাকর্ষক বিনিময়-অনুষ্ঠানে ইউরোপীয়রা ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির মোহিনীশক্তি অভিজ্ঞতা করে। বেলজিয়ামে প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতরা ড্রাম, হস্তলিপিশিল্প, চীনা চা শিল্প, থাই চি ফানসহ বিভিন্ন পারফর্মেন্স প্রদর্শন করে।

কুয়াং তুং প্রদেশের ফোশান থেকে উইং ছুন উইং ছুন -এর উত্তরাধিকারী লিয়াং স্যু হুই বলেন, "আশা করা হয় যে, উইং ছুন পরিদর্শনের মাধ্যমে স্থানীয় জনগণ ঐতিহ্যবাহী চীনা কুংফু সংস্কৃতির নিরাপত্তা ও স্বাস্থ্যের ধারণা বুঝতে পেরেছে, সবাই উপলব্ধি করেছে যে ঐতিহ্যবাহী প্রাচ্য সংস্কৃতি আসলে আমাদের জীবনের অংশ। এই সময় আমরা কাগজ কাটা, ঐতিহ্যবাহী চীনা চিত্রকলা এবং জাতীয় নাচ পরিবেশন করেছি। একই সময়ে, আমি আশা করি যে এই পারফর্মেন্সের মাধ্যমে, স্থানীয় লোকজন চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি, বিশেষ করে দক্ষিণ চীন এবং 'south of the Five Ridges' সংস্কৃতির বিষয়ে আরও কিছু জানতে পারে।"

বেলজিয়ামের জান্ডহোভেন ও লিয়ার শহরের সরকার এবং লিয়ার সঙ্গীত কলেজসহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে এবারের আর্ট উত্সব আয়োজন করা হয়। জান্ডহোভেনের মেয়র লুক ভ্যান হভ সাংবাদিককে জানান, সঙ্গীত শিল্পের কোনো সীমানা নেই। তিনি চীন ও ইউরোপের মধ্যে বিশেষ করে তরুণদের মধ্যে আরও অনুরূপ সাংস্কৃতিক বিনিময় আশা করেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040