'চরমপন্থিদের সহিংসতার মুখে নাগরিকদের জানমাল সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হংকং পুলিশ'
  2019-08-27 12:46:44  cri
অগাস্ট ২৭: হংকং পুলিশ গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি চরমপন্থি বিক্ষোভকারীদের সহিংস তত্পরতা ব্যাপকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের জানমাল সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ এবং এ জন্য বাস্তবতার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, সহিসংতাকে 'না' বলতে নাগরিকদের প্রতি আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

গত ২৫ অগাস্ট হংকংয়ের বেশকিছু এলাকায় বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে। একজন পুলিশ বাধ্য হয়ে আকাশে গুলি ছোড়েন। এ প্রসঙ্গে গতকাল (সোমবার) এক সাংবাদিক সম্মেলনে হংকং পুলিশ অধিদপ্তরের গণসম্পর্কবিষয়ক মহাপরিচালক সিয়ে জেন চুং বলেন, সেসময় পুলিশ অফিসারদের ওপর চারপাশ থেকে হামলা চালায় চমরপন্থিরা। তখন বাধ্য হয়ে পুলিশকে শূন্যে গুলি ছুড়তে হয়।

তিনি আরও বলেন, চরমপন্থি বিক্ষোভকারীরা বর্শাসদৃশ গাছের ডাল ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। সেই পরিস্থিতিতে সহিংসতা প্রতিরোধে পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040