ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
  2019-08-27 11:22:08  cri
অগাস্ট ২৭: গতকাল (সোমবার) ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সাথে ইরানের পরমাণু ইস্যু নিয়ে ফোনে কথা বলেন।

ফোনালাপে বন বলেন, চলমান উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনে চীনের সাথে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক তার দেশ। আর এর লক্ষ্য ইরান-পরমাণুচুক্তি রক্ষা করা।

এসময় ওয়াং ই বলেন, ইরান-পরমাণুচুক্তি রক্ষায় ফরাসি সরকারের কূটনৈতিক তত্পরতাকে সমর্থন করে বেইজিং। চীন ও ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং দু'দেশই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। দু'পক্ষ দৃঢ়ভাবে ইরান-পরমাণুচুক্তি রক্ষায় এবং বহুপক্ষবাদ, অবাধ বাণিজ্য-ব্যবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাবে। (সুবর্ণা/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040