চীন শান্ত ও যুক্তিসঙ্গতভাবে বাণিজ্য অত্যাচারীর বিরুদ্ধে পাল্টা-ব্যবস্থা গ্রহণ করবে: সিআরআই'র সম্পাদকীয়
  2019-08-26 19:03:42  cri
অগাস্ট ২৬: আজ (সোমবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) 'চীন শান্ত ও যুক্তিসঙ্গতভাবে বাণিজ্য অত্যাচারীর বিরুদ্ধে পাল্টা-ব্যবস্থা গ্রহণ করবে' শিরোনামে এক সম্পাদকীয় প্রকাশ করে। এতে বলা হয়, চীনের ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে সম্প্রতি চীন বাধ্য হয়ে নির্দিষ্ট পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।

সংশ্লিষ্ট আইন ও সংবিধান এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চীনের নেওয়া প্রয়োজনীয় পাল্টা-ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের কোনো কোনো লোক ভিত্তিহীন অভিযোগ ডেকে আনে। তথাকথিত তারা চীনের ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথাও জানায় এবং চীনের ওপর অব্যাহতভাবে বড় চাপ আরোপের অপচেষ্টা চালায়।

একদিকে ইচ্ছাকৃতভাবে অন্যের ওপর শুল্ক আরোপের অনুমোদন দেওয়া হয়, অন্যদিকে বাণিজ্যিক অংশীদার আইন অনুযায়ী যুক্তিযুক্ত ভালো পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের কোনো কোনো লোকের আচরণে প্রাণবন্তভাবে মার্কিন স্টাইলের আধিপত্য প্রতিফলিত হয়। তবে চীন শান্তভাবে পাল্টা-ব্যবস্থা গ্রহণ করবে এবং মোকাবিলা করবে।

সম্পাদকীয়তে বলা হয়, একতরফাবাদের পরিবর্তে বহুপক্ষবাদ এবং সহযোগিতা সবার জন্যই কল্যাণকর। বাণিজ্য-যুদ্ধ প্রসঙ্গে চীনের দৃষ্টিভঙ্গি বরাবরই স্পষ্ট। গুরুত্বপূর্ণ নীতিগত ইস্যুতে চীন কখনো আপোষ করবে না বলে সম্পাদকীয়তে জোর দিয়ে বলা হয়।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040