মার্কিন কোম্পানিকে অবিলম্বে চীন ত্যাগ করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত মন্তব্যের বিরুদ্ধে দেশটির বিভিন্ন মহলের বিরোধিতা প্রকাশ
  2019-08-26 16:36:56  cri
অগাস্ট ২৬: যুক্তরাষ্ট্রের অব্যাহতভাবে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সংঘর্ষ তীব্রতর করার প্রেক্ষাপটে সম্প্রতি মার্কিন কোম্পানিগুলোকে অবিলম্বে চীন ত্যাগ করা নিয়ে মন্তব্য প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এই মন্তব্য নিয়ে বিস্ময় এবং এর বিরোধিতা প্রকাশ করেছে দেশটির বিভিন্ন মহল।

২৩ অগাস্ট যুক্তরাষ্ট্রের জাতীয় খুচরা ফেডারেশনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে চীন ছাড়া যুক্তরাষ্ট্রের খুচরা রিটেইলারসের উন্নয়ন ভিত্তিহীন। চীনে ব্যবসা করার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং বিদেশি বাজার সম্প্রসারণ করতে পারে। শুধু তাই নয়, মার্কিন শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও উপভোক্তার জন্য সুযোগ সৃষ্টি করা যাবে। একইদিন আমেরিকান চেম্বার অফ কমার্সের নির্বাহী উপ-পরিচালক মাইরোন ব্রিলিয়ান্ট বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গঠনমূলক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা হলো দু'পক্ষের জন্য কল্যাণকর সঠিক বাছাই। তিনি দু'দেশের সরকারের প্রতি আলোচনার টেবিলে ফিরে আসা এবং যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

২৫ অগাস্ট যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি কোম্পানির সিইও'র গঠিত একটি বাণিজ্যিক গ্রুপ বা বিজনেজ রাউন্ডটেবলের চেয়ারম্যান ও সিইও জোশুয়া বোল্টেন সেদেশের কলম্বিয়া ব্রডকাস্টিং সিসটেমের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, মার্কিন বাণিজ্যিক মহল সরকারের বাণিজ্যে হস্তক্ষেপের আচরণ নিয়ে উদ্বিগ্ন। এই আচরণে চীনের অর্থনীতির উন্নয়ন ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জোর দিয়ে বলেন।

তা ছাড়া, ' নিউইয়র্ক টাইমস', ' ওয়াল স্ট্রিট জার্নাল', 'ইউএসএ টুডে' এবং 'ব্লুমবার্গ' মিডিয়া গত কয়েক দিনের মধ্যে বিভিন্ন পক্ষের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে জানায়, চীন থেকে মার্কিন কোম্পানিকে সরিয়ে নেওয়ার অধিকার সরকারের নেই। লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040