সহজ চীনা ভাষা---'নিউ ওয়া মানুষ সৃষ্টি করে'
  2019-08-26 16:28:45  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'নিউ ওয়া মানুষ সৃষ্টি করে'। চীনা ভাষা হলো: 女娲造人 nǚ wā zào rén

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

প্রাচীনকালে 'মানুষ কোথা থেকে আসে'-এমন প্রশ্ন মাথায় আসত এবং তা নিয়ে মানুষ বিভিন্ন ধারণা তুলে ধরত। আর এই পাঠে তেমনই একটি চীনা পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে- যেখানে, দেবী মানুষ সৃষ্টি করে।

চীনা পৌরাণিক কাহিনীটি এমন: অনেক ঝামেলার পর যখন আকাশ ও পৃথিবী গঠিত হয়, তখন আকাশে চাঁদ, তারা, সূর্য দেখা যায়। পৃথিবীতে গাছপালা, পাহাড়, নদী ও পশুপাখি দেখা যায়, কিন্তু কোনো মানুষ ছিল না। সেসময় নিউ ওয়া নামে এক শক্তিশালী দেবী বিশাল এই পৃথিবীকে অনেক নিঃসঙ্গ মনে করেন, তিনি পৃথিবীতে কিছু যোগ করতে চান। এক দিন, নিউ ওয়া পুকুরের পাশে বিশ্রাম নিচ্ছিল, পানিতে নিজের ছায়া দেখে হঠাৎ তার মনে হয়, নিজের মতো ছোট মানুষ তৈরি করলে তো ভালোই হয়। তাই সে পাশের মাটি দিয়ে নিজের মতো একটি ছোট মানুষ তৈরি করে এবং এতে তার দেবশক্তি দিয়ে দেয়। ছোট মানুষটি মাটিতে দাঁড়াতেই জীবন্ত হয়ে ওঠে এবং নিউ ওয়াকে 'মা' বলে ডাকে। নিউ ওয়া অনেক খুশি হয়। দেবী এভাবে আরো অনেক মানুষ বানায়। এখানেই শেষ নয়, নিউ ওয়া এসব মানুষের মধ্যে নারী ও পুরুষ ভাগ করে দেয় এবং দাম্পত্য ব্যবস্থা সৃষ্টি করে। এতে মানুষ আরো বেশি হতে থাকে। বন্ধুরা, পৌরাণিক কাহিনীটি অনেক মজার, তাইনা ?

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

人 rén মানুষ। মানবজাতি 人类 rén lèi

神 shén দেবতা।  পৌরাণিক কাহিনী 神话shén huà।

创造 chuàng zào সৃষ্টি করা। সম্পদ সৃষ্টি করা 创造财富 cái fù। সুযোগ সৃষ্টি করা 创造机会 chuàng zào jīhuì

感到 লাগা gǎn dào। নিঃসঙ্গ লাগে 感到孤独gǎn dào gū dú। খুশি লাগে 感到快乐 gǎn dào kuài lè। তোমার কেমন লাগে (লাগছে)? 你感觉怎么样?nǐ gǎn jǘe zěn me yang?।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040