৯২ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক চীনা শিক্ষকের ব্যস্ত শিক্ষাদান জীবন এবং চীনের চরম দরিদ্র গ্রামে শিক্ষার উন্নয়ন
  2019-08-26 15:40:17  cri

চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের চরম দরিদ্র গ্রামে শিক্ষার উন্নয়ন

যদিও শরত্কাল ধীরে ধীরে আসছে, তবে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের আবহাওয়া অনেক গরম ও উষ্ণ। পাহাড়াঞ্চলে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে চরম দরিদ্র গ্রামের রাস্তা মেরামত করেন ওয়ে কুই ছিয়াও। আগামী মাসে এ রাস্তা গ্রাম পর্যন্ত পৌঁছাবে বলে মনে করেন তিনি।

কুয়াংসি তু'আন ইয়াও জাতির অধ্যুষিত জেলার আনলান গ্রাম হলো পাহাড়াঞ্চলের দূরবর্তী এলাকার এক চরম দরিদ্র গ্রাম। স্থানীয় অঞ্চলে একটি ৬ কিলোমিটার লম্বা রাস্তা কয়েক বছর ধরে নির্মিত হয়েছে, কারণ স্থানীয় পাহাড়াঞ্চলের শিলা অনেক শক্ত, এজন্য রাস্তার নির্মাণ খরচও অনেক বেশি।

কুয়াংসিতে আনলান গ্রামের মতো চরম দরিদ্র গ্রামের সংখ্যা কম নয়। এমন গ্রামে সাধারণত মাটি, পানি ও শ্রম শক্তি সব কিছুরই অভাব এবং দারিদ্র্যবিমোচনের চ্যালেঞ্জ ব্যাপক। কুয়াংসিতে ১০০টি গ্রাম চরম দরিদ্র গ্রামের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, কিছু কিছু গ্রামে দরিদ্রতার পরিমাণ ৬০ শতাংশেরও বেশি।

যাতায়াত, খাদ্য, পানিসহ বিভিন্ন অবকাঠামো ব্যবস্থার দুর্বলতা চরম দরিদ্র গ্রামের অভিন্ন বৈশিষ্ট্য। বিভিন্ন দুর্বলতা পূরণ করা সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় সরকারের মূল দায়িত্ব ও কার্যক্রম।

লংলিন জেলার কেছাং উপজেলার হৌচাই গ্রামে সিমেন্টের রাস্তা গত বছর চালু হয়েছে। ২৯ বছর বয়সী দরিদ্র গ্রামবাসী লি আ লিয়াং এবং তাঁর স্ত্রী পাথর পরিবহন করে নতুন বাড়িঘর নির্মাণ করেন। এ সম্পর্কে তিনি বলেন, গ্রামে নতুন রাস্তা চালু হয়েছে এবং বিপজ্জনক বাড়ি মেরামতে ভর্তুকি দেওয়া হয়েছে, তাই আমি এখানে ফিরে এসে নতুন বাড়িঘর নির্মাণ করি।

অতীতকালে সিমেন্টের রাস্তা না থাকায় উপজেলা থেকে ইট কিনে গ্রামে নিয়ে আসা ছিলো অসম্ভব। কারণ, তখন ইটের চেয়ে পরিবহন খরচ বেশি হতো। নতুন রাস্তা চালু করার পর পরিবহন খরচ আগের তিন ভাগের এক ভাগ হয়েছে, তাই খরচ অনেক হ্রাস পেয়েছে।

তু'আন জেলার ইয়োংআন উপজেলার আনজু গ্রামে আরো কয়েকটি পরিবার নতুন বাড়িঘর নির্মাণ করেন। গ্রামের অধিকাংশ লোক নতুন বাসায় বসবাস শুরু করেন, আর রাস্তার পাশে তাদের পুরনো কাঠের বাড়ি দেখা যায়, তা থেকে তাদের প্রাচীনকালের দরিদ্র জীবন বোঝা যায়।

শিলুও গ্রামের লোকজন গত বছর পুরনো কাঠের বাড়িতে ছিলেন,পরে স্থানীয় সরকারের সহায়তায় নতুন বাড়িঘর নির্মিত হয়েছে। কুয়াংসি'র অনেক চরম দরিদ্র গ্রাম পাহাড় ও শিলা অঞ্চলে অবস্থিত।

ইয়াখৌ গ্রামে অতীতকালে যে ট্যাঙ্ক দিয়ে পানি সংগ্রহ করা হতো, তাতে ব্যাপক পোকা দেখা দেয়। বর্তমানে স্থানীয় গ্রামবাসীরা নতুন ব্যবস্থার মাধ্যমে পানি সংগ্রহ করেন। অনেকের বাড়িতে আবার ট্যাপের পানির সরবরাহ লাইনও নির্মিত হয়েছে।

কেছাং উপজেলার উপ-প্রধান সিয়োং জুন ইয়োং বলেন, স্থানীয় সরকার ২০ লাখেরও বেশি ইউয়ান বরাদ্দ দিয়ে ঘন পানীয় জল প্রকল্প নির্মাণ করছে। এক মাস পর হৌচাই গ্রামের বিভিন্ন পরিবার ট্যাপের পানি খেতে সক্ষম।

যাতায়াত ব্যবস্থার দুর্বলতা আর জীবনযাপনের কঠিন অবস্থানের কারণে চরম দরিদ্র গ্রামের লোকদের বাইরে চাকরি নেওয়ার পরিমাণ অনেক বেশি। অবকাঠামো ব্যবস্থার উন্নতির সাথে সাথে চরম দরিদ্র গ্রামের বৈশিষ্ট্যময় শিল্প উন্নয়নে মনোযোগ দেওয়া হয়েছে।

শালুও গ্রামে একটি পশুপালন এলাকা নির্মিত হয়েছে। সরকার এবং স্থানীয় গ্রামবাসীদের যৌথ অর্থায়নে প্রতি পরিবারের জন্য ১৪ বর্গমিটার পশুপালন এলাকা নির্মিত হয়। পশুপালন এলাকার নির্মাণ স্থানীয় আবাসিক পরিবেশ উন্নত করার পাশাপাশি মহামারী প্রতিরোধ করতে সহায়ক।

শিক্ষাদান হবে গ্রামের লোকদের অভিন্ন আশাবাদ। লোংলিন জেলার তেএর উপজেলার শুইচিং গ্রাম হলো পাহাড়াঞ্চলের দূরবর্তী এলাকায় অবস্থিত একটি চরম দরিদ্র গ্রাম। গ্রামটিতে শিলা, মরুকরণের অবস্থা গুরুতর আর স্থানীয় প্রাকৃতিক পরিবেশও দুর্বল, তবে গ্রামের ২০টি পরিবারের ১১ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে। গ্রামের সিপিসি পার্টির সম্পাদক লুও ওয়েন সিন গ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন আর উত্সাহ দিয়েছেন। তিনি শিক্ষাদানের বৃত্তি স্থাপন করে স্থানীয় শিক্ষার্থীদের সহায়তা দেন।

জনাব লুও'র প্রভাবে গ্রামের কয়েকজন স্নাতক শিক্ষার্থী শিক্ষকতার পেশা বাছাই করেন। লুও বলেন, শিক্ষাদান হবে দরিদ্রতা দূর করার প্রধান পদ্ধতি। জ্ঞান শুধু মানুষের ভাগ্যই পরিবর্তন করে না, বরং পরিবার ও গ্রামের দৃশ্যও উন্নত করতে সক্ষম।

বর্তমানে কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে চরম দরিদ্র গ্রামের দারিদ্র্যবিমোচন কার্যক্রম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থিত। আগামী ২ বছরের মধ্যে ৩.২ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়ে ৪টি চরম দরিদ্র জেলা, ১০০টি চরম দরিদ্র গ্রাম আর ১০ হাজার চরম দরিদ্র পরিবারকে দারিদ্র্যমুক্ত কাজে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার, যাতে চীনের বিভিন্ন অঞ্চলের লোকজনের সাথে যৌথভাবে দারিদ্র্যমুক্তকরণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর ও আনন্দে। আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/টুটুল/মুক্তা)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040