জি-৭ গোষ্ঠীর শীর্ষসম্মেলন বিশাল মতভেদের মধ্যে শুরু
  2019-08-25 17:03:42  cri
অগাস্ট ২৫: গতকাল (শনিবার) জি-৭ গোষ্ঠীর শীর্ষসম্মেলন ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বিয়ারিস শহরে উদ্বোধন হয়। বৈশ্বিক বাণিজ্য, জলবায়ুর পরিবর্তন ও ইরানের পরমাণু চুক্তিসহ বিভিন্ন ইস্যুতে সদস্যদেশগুলোর মধ্যে মতভেদ থাকার কারণে এবারের সম্মেলনের ফলাফল নিয়ে জনমত আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করে নি বলে ধারণা করা হয়।

এবারের জি-৭ গোষ্ঠীর এই শীর্ষসম্মেলনটি ২৬ অগাস্ট বিকেলে শেষ হবে। তবে এবারের সম্মেলনে কিছু মতভেদ দেখা দেয়। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানান যে, সমাপনী অনুষ্ঠানের পর সম্মেলনের নিয়ম অনুযায়ী জি-৭ নেতৃবৃন্দের যৌথ ইস্তাহার প্রকাশিত হবে না। এটি জি-৭ গোষ্ঠীর ইতিহাসে প্রথমবারের মতো ঘটনা বলে ধারণা করা হয়।

বিশ্লেষকরা মনে করেন, ফ্রান্সের যৌথ ইস্তাহার প্রকাশ পরিত্যাগ করার সত্যিকার কারণ হলো সদস্য দেশগুলোর মধ্যে বিশেষ করে ইরানের পরমাণু চুক্তিসংক্রান্ত ইস্যু, বৈশ্বিক বাণিজ্য, ডিজিটাল সেবা শুল্ক ও জলবায়ুর পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গুরুতর মতভেদ আছে। শুধু তাই নয়, ইউরোপের মধ্যে, ব্রেক্সিট এবং রাশিয়াকে গ্রহণ করাসহ বিভিন্ন ইস্যুতে সদস্যদেশগুলো ভিন্নমতও পোষণ করে।

লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040