চীনের পাল্টা-ব্যবস্থা গ্রহণ হলো যুক্তরাষ্ট্রের ট্রেড বুলিং আচরণের বিরুদ্ধে অনিবার্য প্রতিক্রিয়া: আন্তর্জাতিক সমাজ
  2019-08-25 14:33:09  cri
অগাস্ট ২৫: বিদেশি বিশেষজ্ঞগণ ও আন্তর্জাতিক সমাজ মনে করে, চীনের পাল্টা-শুল্কব্যবস্থা গ্রহণ হলো যুক্তরাষ্ট্রের ট্রেড বুলিং আচরণের বিরুদ্ধে অনিবার্য প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র চীন-মার্কিন বাণিজ্যিক সংঘর্ষ সৃষ্টি এবং তা তীব্রতর করে লাভবান হতে পারবে না, এতে অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে। তাই যুক্তরাষ্ট্রের আরো গঠনমূলক ভূমিকা পালন করে আলোচনার মাধ্যমে মতভেদ সমাধানের পথে ফিরে আসা উচিত্।

মার্কিন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক জেফরি সাক্স বলেন, যুক্তরাষ্ট্র ভুল করে মনে করে, চীনের অর্থনীতির সফলতা যুক্তরাষ্ট্রের মূল্য পরিশোধ করার ভিত্তিতে তৈরি।

যুক্তরাষ্ট্রের চীন-মার্কিন গবেষণা কেন্দ্রের বিখ্যাত বিশেষজ্ঞ সৌরভ গুপ্ত মনে করেন, চীনের পাল্টা-ব্যবস্থা নেওয়া অপ্রত্যাশিত নয়। চীনের ব্যবস্থা বহির্বিশ্বের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে যে, বাণিজ্যিক আলোচনা সার্বভৌমত্বের ভিত্তিতে চালানো উচিত্।

বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ সৃষ্টি করেছে এবং অব্যাহতভাবে তা তীব্রতর করছে, ফলে চীনও পাল্টা-ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।এসব কারণে যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হয়। লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040