অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শ্রদ্ধা
  2019-08-24 18:42:08  cri

মুক্তিযুদ্ধকালীন সরকারের অন্যতম উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিক, ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

শনিবার সকালে তার মরদেহ প্রথমে নেয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে প্রথম জানাজা হয় তার। তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। সশস্ত্র বাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ ধানমন্ডি ন্যাপ কার্যালয় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা হয়। রোববার কুমিল্লার দেবিদ্বারে তাঁর দাফন হবে। শুক্রবার ঢাকার একটি হাসপাতালে মারা যান কিংবদন্তীতুল্য এ রাজনীতিক।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040