যুক্তরাষ্ট্রের ৭৫০০ কোটি ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত চীনের
  2019-08-24 17:16:28  cri
অগাস্ট ২৪: চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনক্রমে দেশটির ট্যারিফ কমিশন যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫০০ কোটি মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর ৫ থেকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের পহেলা সেপ্টেম্বর দুপুর ১২টা ০১ মিনিট এবং ১৫ ডিসেম্বর দুপুর ১২টা ০১ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও বাণিজ্যিক সংরক্ষণবাদের মোকাবিলায় এটা হচ্ছে চীনের পাল্টা-ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের জন্য সহযোগিতা হলো একমাত্র সঠিক বাছাই। বাণিজ্য-যুদ্ধ সবার জন্যই ক্ষতিকর। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040