'যুক্তরাষ্ট্রে বন্দুক-সহিংসতায় মানবাধিকার পদদলিত'
  2019-08-24 17:14:34  cri
অগাস্ট ২৪: মানবাধিকারবিষয়ক চীনের গবেষণা কমিটি আজ (শনিবার) প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে বন্দুক-সহিংসতা সেখানকার মানবাধিকারকে পদদলিত করছে। প্রতিবেদনে মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতির কথাও উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক-সহিংসতার ঘটনায় দেশটির রাজনৈতিক ও সামাজিক সঙ্কটের গুরুতর চিত্র ফুটে উঠেছে। মার্কিন স্টাইলের মানবাধিকারের মৌলিক ত্রুটিও এতে প্রতিফলিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সারা বিশ্বে ব্যক্তিগতভাবে বন্দুকের অধিকারীর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে এবং বর্তমানে ব্যক্তিগত বন্দুকের সংখ্যা সেদেশের লোকসংখ্যাকে ছাড়িয়ে গেছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক-সহিংসতা ঘটেছে ৫৭১০৩টি এবং এতে ১৪৭১৭ জন নিহত ও ২৮১৭২ জন আহত হয়। হতাহতদের মধ্যে ৩৫০২ জন শিশু। ( লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040