যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়ি ও খুচরা যন্ত্রাংশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত চীনের
  2019-08-24 16:39:06  cri
অগাস্ট ২৪: চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনক্রমে দেশটির ট্যারিফ কমিশন যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়ি ও গাড়ির খুচরা যন্ত্রাংশের ওপর যথাক্রমে ২৫ ও ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর দুপুর ১২টা ০১ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা এবং নিজের বৈধ স্বার্থ রক্ষা করতে চীনের সংশ্লিষ্ট আইন ও সংবিধান এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040