লাল চন্দ্র
  2019-08-24 16:12:27  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের সামনে নারী কন্ঠশিল্পী লি দান ইয়াংয়ের সঙ্গে পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৬৫ সালের ১৭ এপ্রিল সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা গণমুক্তি ফৌজের রকেট বাহিনীর রাজনৈতিক বিভাগের সংস্কৃতি ও শিল্প রেজিমেন্টের শিল্প নির্দেশিকা, জাতীয় প্রথম পর্যায়ের গায়িকা। চীন সংগীত একাডেমি থেকে স্নাতক ডিগ্রী পান। তিনি পৃথক পৃথকভাবে একবার দ্বিতীয় শ্রেণির পুরস্কার ও ছয় বার তৃতীয় শ্রেণির পুরস্কার লাভ করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'লাল চন্দ্র' শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি তান ইয়াংয়ের কন্ঠে 'লাল চন্দ্র' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লি হুই চেন'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭৬ সালের ৫ মার্চ চেচিয়াং প্রদেশের রুইআনে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি অ্যালবাম প্রকাশ করে চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯৭ সালে তিনি জাপানে সংগীত নিয়ে কাজ শুরু করেন। ২০০০ সালে তিনি মস্তিষ্কের টিউমার আক্রান্ত হয়ে বিনোদনজগত ত্যাগ করেন। ২০০৬ সালে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি নিজের প্রথম একক কনসার্ট আয়োজন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'স্বপ্নের স্বর্গ' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি হুই চেন'র কন্ঠে 'স্বপ্নের স্বর্গ' শীর্ষক গান। এখন আমি নারী কন্ঠশিল্পী লি হুই মিন'র কন্ঠে 'সে ঘরের ছাদে গান করে' শীর্ষক গান শোনাবো। লি হুই মিন ১৯৬৯ সালের ৪ অক্টোবরে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে ১৭ বছর বয়সী লি হুই মিন সংগীতজগতে প্রবেশ করেন। প্রথমে তিনি ছিলেন Girl Friends নামের মেয়ে গ্রুপের একজন সদস্য। ১৯৯৪ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি হুই মিন'র কন্ঠে 'সে ঘরের ছাদে গান করে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে মালয়েশিয়ার নারী কন্ঠশিল্পী লি সিং নি'র কন্ঠে 'শুধু তোমাকে পছন্দ করি' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৮৭ সালের ২৬ অগাস্ট মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে তিনি মালয়েশিয়ার গ্লোবাল সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০০৬ সালে তিনি আরেক মালয়েশিয়ার সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান পান। ২০০৯ সালে তিনি নিজের অ্যালবাম প্রকাশ করেন। 'শুধু তোমাকে পছন্দ করি' শীর্ষক গান ১৯৮৩ সালে রিলিজ হয়। হংকংয়ের বিখ্যাত কন্ঠশিল্পী ছেন বাই স্যিয়াং প্রথমে গানটি গেয়েছিলেন। আশা করি, আপনারা লি সিং নি'র কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মালয়েশিয়ার নারী কন্ঠশিল্পী লি সিং নি'র কন্ঠে 'শুধু তোমাকে পছন্দ করি' শীর্ষক গান। এখন আমি চীনের তাইওয়ানে মালয়েশিয়ার প্রবাসী নারী কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন লিন ফান। তিনি ১৯৭৯ সালের ২০ ডিসেম্বরে তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০১ সালে তিনি তাইওয়ানের গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডজের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছরে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০২ সালে তিনি রেডিও'র উপস্থাপিকার কাজ শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'যখন তোমার কথা মনে পড়ে তখন হাসি' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন ফান'র কন্ঠে 'যখন তোমার কথা মনের পড়ে তখন হাসি' শীর্ষক গান। এখন 'পুরাতন মুখ' শীর্ষক গান শোনাবো। গেয়েছেন কন্ঠশিল্পী লিউ থাও। তিনি ১৯৭৮ সালের ১২ জুলাই চিয়াংসি প্রদেশের নানছাং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে অভিনেত্রী ও কন্ঠশিল্পী। ২০০০ সালে তিনি একটি টিভি সিরিজে অভিনয় করে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০৩ সালে তিনি একটি টিভি সিরিজে অভিনয় করার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে একটি গান ১৭তম বিশ্ব চীনা ভাষার গান নামতালিকার শীর্ষস্থান লাভ করেছে। 'পুরাতন মুখ' শীর্ষক গান ২০১৭ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040