সিউলকে 'সামরিক তথ্য সুরক্ষা চুক্তি' নবায়ন না-করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান আবের
  2019-08-24 15:36:48  cri
অগাস্ট ২৪: দক্ষিণ কোরিয়াকে 'সামরিক তথ্য সুরক্ষা চুক্তি' নবায়ন না-করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি গত বৃহস্পতিবার বলেন, দক্ষিণ কোরিয়ার উচিত প্রতিশ্রুতি রক্ষা করা এবং দু'দেশের মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া।

আবে বলেন, টোকিও বরাবরই জাপান-যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সহযোগিতাকে নেতিবাচকভাবে প্রভাবিত না-করার নীতি মেনে চলে। ভবিষ্যতে জাপান যুক্তরাষ্ট্রের সাথে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং জাপানের নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে সহযোগিতা জোরদার করবে।

তিনি আরও বলেন, জাপান-যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সহযোগিতা এখনও গুরুত্বপূর্ণ। তাই দক্ষিণ কোরিয়ার উচিত চুক্তি নবায়ন না-করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার সরকার গত ২২ অগাষ্ট 'সামরিক তথ্য সুরক্ষা চুক্তি' নবায়ন না-করার সিদ্ধান্ত ঘোষণা করেন। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040