২৫ অগাস্ট চীন পৌঁছাবে 'ইয়ুথ এক্সচেঞ্জ ক্যাম্প'-এর বাংলাদেশি অংশগ্রহণকারীরা
  2019-08-24 15:13:46  cri
অগাস্ট ২৪: 'ইয়ুথ এক্সচেঞ্জ ক্যাম্প'-এর জন্য নির্বাচিত ১৫০ জন বাংলাদেশি তরুণ-তরুণী আগামীকাল (রোববার) ঢাকা থেকে চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে পৌঁছাবে। ২০১৭ সালে 'ইয়ুথ এক্সচেঞ্জ ক্যাম্প' শুরু হবার পর এটি হবে এ কার্যক্রমের আওতায় চীন সফরকারী বাংলাদেশি তরুণ-তরুণীদের তৃতীয় দল। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র বাংলাদেশ সফরকালে দু'দেশের নেতাদের মধ্যে চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের প্রশ্নে মতৈক্য হয়েছিল। সেই মতৈক্যের ভিত্তিতেই প্রতিবছর এই ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে।

গত ২২ অগাস্ট 'ইয়ুথ এক্সচেঞ্জ ক্যাম্প'-এ অংশগ্রহণের জন্য নির্বাচিতদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় বাংলাদেশে চীনের দূতাবাসে। বাংলাদেশে চীনের নতুন রাষ্ট্রদূত লি চি মিং, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আতিক ইসলাম, শান্ত মরিয়ম এজেন্সির চেয়ারম্যান মোঃ ইমামুল কবির শান্ত, বাংলাদেশে ইউনেস্কোর শিক্ষা কমিশনার ফারহানা ইয়াসমিন জাহান, বাংলাদেশ-চীন বন্ধুত্ব কেন্দ্রের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ বিভিন্ন অতিথি এবং ১৫০ জন নির্বাচিত তরুণ-তরুণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি চি মিং আশা করেন, বাংলাদেশি তরুণ-তরুণীরা এই সুযোগ গ্রহণ করে চীনকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে, চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি অনুভব করবে, চীনের সাথে বন্ধুত্ব গভীরতর করবে, এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের দূত হয়ে উঠবে।

শান্ত মরিয়ম এজেন্সির চেয়ারম্যান মোঃ ইমামুল কবির শান্ত আশা করেন, বিনিময় ক্যাম্পের জন্য নির্বাচিতরা দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের দূত হিসেবে কাজ করবে। তিনি বাংলদেশের উন্নয়নের জন্য চীনা বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন।

এবারের সফরে ১৫০ জন বাংলাদেশি তরুণ-তরুণী চীনের ইয়ুননান প্রদেশে ১২ দিন অবস্থান করবে। অবস্থানকালে তারা সুন্দর ইয়ুননানের বিভিন্ন জায়গা পরিদর্শন করবে এবং চীনা ভাষা, ক্যালিগ্রাফি ও মার্শাল আর্ট শিখবে। (জিনিয়া/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040