সাংবাদিক সম্মেলনে হংকংয়ের অর্থনীতির হালহকিকত তুলে ধরল স্থানীয় সরকার
  2019-08-24 15:11:05  cri
অগাস্ট ২৪: গতকাল (শুক্রবার) বিকেলে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার এক সাংবাদিক সম্মেলনে হংকংয়ের অর্থনীতির সর্বশেষ অবস্থা তুলে ধরে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা হংকং বিমানবন্দরের সর্বশেষ অবস্থা এবং সাম্প্রতিক হাঙ্গামায় ক্ষতিগ্রস্ত হংকং-অর্থনীতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে হংকংয়ের পরিবহন ও গৃহায়ন ব্যুরোর মহাপরিচালক ছেন ফান বলেন, চলতি বছরের জুলাই মাসের শেষ দিক থেকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বহুবার জনসমাবেশের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়। এর মধ্যে ৮ থেকে ১৩ অগাস্ট পর্যন্ত জনসমাবেশ বিমানবন্দরের কার্যক্রমে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে। এতে প্রায় এক হাজার ফ্লাইট বাতিল করতে হয়। এসময় যাত্রীরাও নানান হয়রানির শিকার হন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জনসমাবেশ ও হাঙ্গামার প্রভাবে হংকংয়ের ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিভিন্ন আর্থিক খাতও গুরুতর ক্ষতির শিকার হয়। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অগাস্ট মাসে যাত্রীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ হ্রাস পায়। পাশাপাশি, মাল পরিবহনও গত বছরের অনুরূপ সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ কমেছে।

সাংবাদিক সম্মেলনে হংকংয়ের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক ছিউ থেং হুয়া বলেন, ৩১টি দেশ তাদের নাগরিকদের হংকং ভ্রমণের ব্যাপারে সাবধান করে দিয়েছে। এতে ১৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত পর্যটকের সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৪৬.৬ শতাংশ হ্রাস পায়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040