সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত গ্রহণ করে। জবাবে চীন গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫০০ কোটি মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর ৫ থেকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। চলতি বছরের পহেলা সেপ্টেম্বর ও ১৫ ডিসেম্বর থেকে দুই দফায় এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে উত্পাদিত গাড়ি এবং এর খুচরা যন্ত্রাংশের ওপর যথাক্রমে ২৫ ও ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তও নিয়েছে চীন, যা ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। বস্তুত, যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত ও বাণিজ্যে সংরক্ষণবাদের মোকাবিলায় চীন বাধ্য হয়ে পাল্টা-ব্যবস্থা গ্রহণ করল।
সম্পাদকীয়তে আরও বলা হয়, চীনের পাল্টা-ব্যবস্থা থেকে প্রমাণিত হয় যে, চাপ দিয়ে বেইজিংকে নতি স্বীকার করাতে পারবে না যুক্তরাষ্ট্র। (লিলি/আলিম)






