আকাশ: ভাই, আজ হচ্ছে পয়লা সেপ্টেম্বর, আজ একটি বিশেষ দিন চীনে।
টুটুল: কি সেই বিশেষ দিন ভাই?
আকাশ: আজকে চীনের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিস্টার শুরুর প্রথম দিন। ভাই বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কি এরকম সেমিস্টার শুরুর কোনো নির্দিষ্ট দিন বা তারিখ আছে?
টুটুল:...
আকাশ: আচ্ছা। আজকের দিনটি অনেক স্মরণীয়, কারণ আজ হচ্ছে জীবনের একটা নতুন সূচনা। কিন্তু অনেকে আবার এ দিনটিকে অপছন্দ করে, কারণ গ্রীষ্মকালীন ছুটি শেষ, প্রতিদিন আবার স্কুলে যেতে হবে, অনেক হোমওয়ার্ক করতে হবে। তা ছাড়া, সারাদিন খেলাধুলা করার দিনও শেষ।
টুটুল: হাহা...
আকাশ: ভাই, আমার প্রাথমিক স্কুলে যাওয়ার প্রথম দিনটির কথা এখনো স্পষ্ট মনে আছে। তখন আমি আমার জন্মস্থান হান তান শহরে থাকি। ওই দিন আমি অনেক আনন্দিত, কারণ আমি তখন জীবনে প্রথম স্কুলে যাচ্ছি। আমি কাঁধে ব্যাগ নিয়ে আনন্দে লাফিয়ে লাফিয়ে স্কুলে গিয়েছি।। এ স্মৃতি আমি কোনোদিনও ভুলতে পারবো না। মনে হয় গতকাল এ ঘটনা ঘটেছে, কিন্তু ইতোমধ্যে ৩১ বছর পার হয়ে গেছে! সময় কত দ্রুত চলে যায়। তাইনা ভাই?
টুটুল:....
আকাশ: বন্ধুরা, স্কুলের ওই আনন্দের সময় খুবই দ্রুত চলে যায়। আগে আমরা একটি গান শুনেছি, মনে আছে বন্ধুরা? তার একটি কথা এরকম: যৌবন পানি বয়ে যাওয়ার মতো, চোখের পলকে এটি অদৃশ্য হয়ে যায়। এজন্য সবসময় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ করে তোলা উচিত। জীবনে কখনো অনুতাপ করবেন না, তাই সুন্দর জীবনের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।
সংগীত
আকাশ: বন্ধুরা, আমরা সম্প্রতি গ্রীষ্মকাল সম্পর্কে কিছু আলোচনা করেছি। কিন্তু গ্রীষ্মকালের সাথে আসলে একটি কথা না বললে হবে না?
টুটুল: কি ভাই?
আকাশ: গ্রীষ্মকালের সবচেয়ে আনন্দদায়ক বা আগ্রহের বিষয় কি ভাই?
টুটুল: অনেক
আকাশ: একটা বলবে
টুটুল: যেমন ফুটবল। গ্রীষ্মকালে বৃষ্টির সময় ফুটবল খেলা বা ফুটবল খেলার পর ডাব খাওয়া, ভাইয়া, এতো আনন্দ, এতো আরাম!
আকাশ: হ্যাঁ। তাহলে আমরা এখন চীনের ফুটবল নিয়ে কিছু কথা বলবো, কেমন?
টুটুল: সম্প্রতি চীনের শিক্ষা মন্ত্রণালয় 'চীনের যুব ক্যাম্পাস ফুটবল কর্ম-প্রতিবেদন ২০১৫-২০১৯' প্রকাশ করেছে। তাতে জানা গেছে, গত ৫ বছরে চীনে ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন ক্যাম্পাস উন্নয়ন, ফুটবল স্টেডিয়াম নির্মাণ ও কোচ প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।
চীনের ৩.৮ লাখ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের মধ্যে মোট ২৪১২৬টি স্কুল ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ক্রীড়া, স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষাদান বিভাগের পরিচালক ওয়াং তেং ফেং জানান, ভবিষ্যতে চীন ফুটবল উন্নয়নের ব্যবস্থা মজবুত করবে এবং ২০২৫ সাল পর্যন্ত আরো ৩০ হাজারটি ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুল স্থাপন করবে। তিনি বলেন,
আকাশ: 'আসলে যেসব স্কুলের অবকাঠামো-ব্যবস্থা উপযোগী, সেসব স্কুল ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুলে পরিণত হয়েছে। নতুন নির্মিত ৩০ হাজারটি স্কুলে স্টেডিয়াম নির্মাণ ও কোচ প্রশিক্ষণ এবং বরাদ্দ সহায়তাসহ ধারাবাহিক পদক্ষেপ আমাদের প্রচেষ্টায় নিতে হবে।'
টুটুল: দীর্ঘকাল চীনে ফুটবল খেলার মাঠের অনেক অভাব দেখা যায়, যা চীনের ক্যাম্পাসে ফুটবল খেলার উন্নয়নে বাধা সৃষ্টি করে। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে চীনের শিক্ষা ব্যবস্থায় স্কুলে ফুটবল মাঠের সংখ্যা ১.২ লাখটি, যা গড় হিসাবে স্কুলের চেয়ে মাঠের সংখ্যা অনেক কম।
এ সম্পর্কে ওয়াং বলেন, ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা চলাকালে চীন দ্রুতভাবে ফুটবল মাঠের নির্মাণ কাজ সম্পন্ন করবে, তখন খেলার মাঠের অভাব স্পষ্টভাবে দূর হবে। তিনি বলেন,
আকাশ: '২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন স্কুলে নতুন নির্মিত বা মেরামতকৃত ফুটবল মাঠের সংখ্যা ৩২ বত্রিশ হাজারটি, ২০২০ সালে আরো ২৯ ঊনত্রিশ হাজারটি নতুন নির্মিত হবে,২০২০ সালের শেষ নাগাদ নতুন নির্মাণ বা মেরামতের মাধ্যমে দেশে ফুটবল মাঠের মোট সংখ্যা ৬০ ষাট হাজারটিতে দাঁড়াবে বলে অনুমান করা হয়, যা পরিকল্পনার চেয়ে প্রায় দ্বিগুণ।'
টুটুল: ওয়াং আরো বলেন, ভবিষ্যতে বিভিন্ন স্কুলে ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রক্রিয়া পূরণ করা হবে, প্রাথমিক স্কুল থেকে উচ্চবিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের ভর্তি নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে ফুটবল বৈশিষ্ট্যসম্পন্ন স্কুল, প্রশিক্ষণ ক্যাম্প, ক্যাম্পাসে দক্ষ ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ ক্যাম্প এমন ব্যবস্থা গড়ে তোলা যায়।
ক্যাম্পাসের দক্ষ ফুটবল খেলোয়াড়কে চীনের পেশাদার ফুটবল খেলোয়াড়ে পরিণত হতে উত্সাহ ও সমর্থন দেবে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন,
আকাশ: 'প্রশিক্ষণ ক্যাম্পে আমরা উচ্চমানের কোচ পাঠাবো, যাতে অঞ্চলটিতে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে আয়োজন করা যায়। সাথে সাথে স্থানীয় শিক্ষক ও কোচ দক্ষ বাচ্চাদের নিয়মিত প্রশিক্ষণ দেবেন, যাতে বাচ্চারা নিজের বাড়ি ও স্কুল ত্যাগ না করে ফুটবল খেলার দক্ষতা অর্জন করতে পারে এবং নিয়মিতভাবে ফুটবল খেলার প্রতিযোগিতায় অংশ নিতে পারে, একই সাথে বাচ্চারা যেন শ্রেষ্ঠ কোচের প্রশিক্ষণ ও পরামর্শও পেতে পারে। তা আমাদের চীনের বৈশিষ্ট্যসম্পন্ন যুব ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণের বিশেষ পদ্ধতি।'
টুটুল: ওয়াং আরো বলেন, ক্যাম্পাসে ফুটবল খেলার স্বাস্থ্যকর ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে চীনের ব্যাপক অভিজ্ঞতা সংগ্রহ করা উচিত। কম সময়ের মধ্যে সাফল্য অর্জন এমন 'দ্রুত সাফল্য' অর্জনের ভুল ধারণা গ্রহণ করা হবে না। তিনি বলেন,
আকাশ: 'প্রশিক্ষণ হোক বা পড়াশোনা হোক মনোযোগ দিয়ে ধীরে ধীরে কাজ করতে হবে এবং সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা আয়োজন করতে হবে। আমাদের মানসম্মত দক্ষতা উন্নীত করতে হবে। তা একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। দ্রুত সফলতা অর্জনের শর্টকাট পদ্ধতি ত্যাগ করতে হবে।'
টুটুল ভাই, আসলে ফুটবল মাঠ, প্রশিক্ষণ এ ধরণের ব্যবস্থা যুব ফুটবলের জন্য অনেক দরকার। আসলে ফুটবলের প্রতি চীনা জনগণের অনেক ভালোবাসা, আগ্রহ রয়েছে। আশা করি এ ধরনের ব্যবস্থার মাধ্যমে চীনের যুব ফুটবলের জন্য আরো ভালো ভিত্তি এবং সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা যাবে। ভাই, তোমার মতামত কি?
টুটুল:...
আকাশ:বন্ধুরা, অনুষ্ঠান শেষে আমরা একটি গান আপনাদের সাথে ভাগাভাগি করবো, কেমন? এ গানের নাম হচ্ছে 'ওল্ড বয়'। আশা করি আমরা বিশ্বের সব 'ওল্ড বয়' স্বপ্নের দিকে ছুটে চলার জন্য পরিশ্রম করবো। জীবনে স্বপ্ন থাকতে হবে, স্বপ্নের পিছনে দৌড়াতে হবে। স্বপ্ন থাকলেই জীবনে গতি থাকবে। স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের এই ছোট জীবনে নিজের স্বপ্নকে বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। টুটুল ভাই আগে আমাকে একটি কথা বলেছে, যা আমার খুব ভালো লেগেছে। তাহলো "নিজের মনের কথা শুনতে হবে"।
বন্ধুরা, নিজের মনের কথা শুনবেন। যতই কষ্ট হোক না কেন নিজের স্বপ্নের জন্য পরিশ্রম চালিয়ে যেতে হবে। অধ্যবসায় ও পরিশ্রম সফলতার জন্য খুব গুরুত্বপূর্ণ।
টুটুল: গানের কথা এ রকম:
সে হলো আমার দিন রাত মিস করা গভীর ভালোবাসার ঐ মানুষ
কিভাবে আমার মনের কথা প্রকাশ করতে পারি,
সে আমাকে গ্রহণ করতে পারবে?
হয়তো কখনোই তার সাথে ঐ কথা (মানে আমি তোমাকে ভালোবাসি) বলতে পারবো না
সারা বিশ্বে বিচরণ করা হলো আমার লক্ষ্য
কিভাবে মনে মিস করা একজন মানুষ বাস করতে পারে?
স্বপ্ন সবসময়ই অনেক দূরে
আমার কি তা ত্যাগ করা উচিত?
ফুল ফোটে এবং ঝরে পড়ে, আবার বৃষ্টির মৌসুম
বসন্তকাল, তুমি কোথায়?
যৌবন নদী বয়ে যাওয়ার মতোই
এটা বয়ে যায়, কিন্তু আর ফিরে আসে না
তাকে বিদায় জানাবার সুযোগ পাই নি।
শুধুমাত্র অনুভূতিহীন আমি এখানে আছি, তখনকার সেই গরম রক্ত নেই।
দেখ, ফুল ঝরে পড়ছে, সবচেয়ে সুন্দর সময়ে অনুজ্জ্বল
কে স্মরণ করে যে এ জগতে সে এসেছে?
একটি চোখের পলকেই এত বছর পার হয়ে গেছে।
আগের ঐ উচ্চাকাঙ্ক্ষী যুবক সবসময় উড়ন্ত পাখির প্রশংসা করতো,
ভবিষ্যতে আমরা কোথায় যাবো? কে আমাকে উত্তর দিতে পারবে?
তখন যারা আমাকে সঙ্গ দিতো, তারা এখন কোথায়?
যাকে আমি আগে ভালোবাসতাম, সে এখন কেমন?
তখনকার স্বপ্ন পূরণ হয়েছে?
নাকি শুধু অনুতাপ আছে?
সময় বয়ে যায়, উচ্চাকাঙ্ক্ষাকেও দূরে নিয়ে যায়,
আসল "আমাকে" কখনোই আর খুঁজে পাবো না।
যখন তারাভরা আকাশের দিকে মাথা তুলেছি
তখন আমাকে সঙ্গ দেওয়া ওই তারকা,
এখানকার গল্প তোমার কি এখনও মনে আছে?
জীবন একটি নিষ্ঠুর ছুড়ির মতো, আমাদের চেহারা পরিবর্তন করে
এখনো বিকশিত হয়নি, কিন্তু তার আগেই কি অনুজ্জ্বল হবে?
আমার স্বপ্ন বিদ্যমান ছিল।
যৌবন নদী বয়ে যাওয়ার মতোই
এটা বয়ে যায়, কিন্তু আর ফিরে আসে না
তাকে বিদায় জানাবার সুযোগ পাই নি।
শুধুমাত্র অনুভূতিহীন আমি এখানে আছি,তখনকার সেই গরম রক্ত নেই।
দেখ, ফুল ঝরে পড়ছে, সবচেয়ে সুন্দর সময়ে অনুজ্জ্বল
কে স্মরণ করে যে এ জগতে সে এসেছে?
তখনকার স্বপ্ন পূরণ হয়েছে?
নাকি শুধু অনুতাপ আছে?
সময় বয়ে যায়, উচ্চাকাঙ্ক্ষাকেও দূরে নিয়ে যায়,
আসল "আমাকে" কখনোই আর খুঁজে পাবো না।
যখন তারাভরা আকাশের দিকে মাথা তুলেছি
তখন আমাকে সঙ্গ দেওয়া ওই তারকা,
এখানকার গল্প তোমার এখনও মনে আছে?
যদি আগামীকাল বিদ্যমান থাকে,
প্রিয়, আমি তোমার জন্য আশীর্বাদ করবো।