বিমানবাহিনীর দক্ষতা উন্নয়নের ওপর চীনা প্রেসিডেন্টের গুরুত্বারোপ
  2019-08-23 18:38:29  cri
অগাস্ট ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) কানসু প্রদেশে চীনা গণমুক্তি ফৌজের বিমানবাহিনীর একটি ঘাঁটি পরির্দশন করেন। পরিদর্শনকালে তিনি বিমানসেনাদের প্রতি, নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং নতুন যুগে সিপিসি'র বাহিনী শক্তিশালী করার চেতনার আলোকে, নিজেদের দক্ষতা উন্নয়ন করার নির্দেশ দেন।

সি চিন পিং বলেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে নতুন করে দায়িত্বশীল হবার মন্ত্র গ্রহণ করতে হবে। সকল সেনার উচিত দায়িত্বশীল চেতনা জোরদার করে বাস্তব কৌশল চর্চা করা এবং যুদ্ধের দক্ষতা বাড়ানো।

প্রেসিডেন্ট সি আরও বলেন, কঠোরভাবে পার্টি প্রশাসন করার পাশাপাশি, কঠোরভাবে বাহিনীও প্রশাসন করতে হবে। সকল সেনাসদস্যকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040