মস্কোয় অষ্টম চীন-রাশিয়া অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
  2019-08-23 18:26:23  cri
অগাস্ট ২৩: অষ্টম চীন-রাশিয়া অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হয়। চীনের অর্থমন্ত্রী লিউ খুন এবং রুশ প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ যৌথভাবে এতে সভাপতিত্ব করেন। চীনের উপ-অর্থমন্ত্রী চৌ চিয়া ই, রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত চাং হান হুই, রুশ উপ-অর্থমন্ত্রী সার্গেই স্টোর্চাকসহ অন্যান্য কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।

বৈঠকে লি খুন বলেন, চলতি বছর চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এবারের বৈঠক গত জুন মাসে দু'দেশের প্রেসিডেন্টদ্বয়ের মতৈক্য বাস্তবায়নের জন্য অনুকূল এবং চীন-রাশিয়া সম্পর্কের ভবিষ্যত উন্নয়নের জন্য সহায়ক হবে। দু'দেশের অর্থবিভাগের উচিত বিভিন্ন আর্থিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

রুশ প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেন, রাশিয়া-চীন সম্পর্ক খুবই মজবুত। গেল ২০১৮ সালে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রথমবারের মতো ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। দু'দেশের সহযোগিতা নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। এবারের বৈঠকে বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি, সামষ্টিক আর্থিক নীতি ও বিভিন্ন স্তরের বাজেট ও অডিটবিষয়ক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়েছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040